৯ মাস হেঁটে হজে যান কুমিল্লার আলিফ

মুনা নিউজ ডেস্ক | ৭ জুলাই ২০২৪ ০৭:৩১

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

নানা বাধা পেরিয়ে দীর্ঘ ৯ মাস হেঁটে ৭ হাজার ৮০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পবিত্র হজ পালন করেন বাংলাদেশের ছেলে আলিফ মাহমুদ আদিব। তার বাড়ি কুমিল্লায়। হেঁটে সৌদি আরব গিয়ে হজ পালনের সিদ্ধান্ত প্রসঙ্গে আলিফ জানান, শুরুতে সাইকেলে চড়ে মক্কায় যাওয়ার ইচ্ছা থাকলেও, পরে হেঁটে যাওয়ার সংকল্প করেন।

তিনি আরও জানান, ২০২৩ সালের ৮ জুলাই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে হেঁটে রওনা দেন পবিত্র নগরী মক্কার উদ্দেশে। দীর্ঘ ৯ মাসের পথচলায় ভারত, পাকিস্তান, ইরান, ইরাক, দুবাই হয়ে পৌঁছান সৌদি আরবের রাজধানী রিয়াদে।

সোমবার (৮ই জুলাই) বেলা সাড়ে ১২টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা তার।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চাইলে আলিফ মাহমুদ বলেন, ‌‘ইচ্ছে আছে আরও বহু দেশ ভ্রমণ করব, নিজের মত করে একটি মাদরাসা ও মসজিদ প্রতিষ্ঠা করব, অসহায় গরীবদের পাশে দাঁড়াব। পথশিশুদের জন্য কিছু করব।’

এর আগে, বাংলাদেশের ৬৪ জেলা সাইকেলে ভ্রমণ করার অভিজ্ঞতার কথাও জানান কুমিল্লার আলিফ মাহমুদ।



আপনার মূল্যবান মতামত দিন: