কাবাঘরের চাবিরক্ষক ড. সালেহ বিন জাইনের ইন্তেকাল

মুনা নিউজ ডেস্ক | ২৩ জুন ২০২৪ ০৫:১৯

কাবাঘরের চাবিরক্ষক ড. সালেহ বিন জাইনের ইন্তেকাল করেছেন : সংগৃহীত ছবি কাবাঘরের চাবিরক্ষক ড. সালেহ বিন জাইনের ইন্তেকাল করেছেন : সংগৃহীত ছবি

পবিত্র কাবাঘরের ১০৯তম চাবিরক্ষক ড. সালেহ বিন জাইন আল আবিদিন আল শাইবি ২২ জুন, শনিবার ভোরে ইন্তেকাল করেছেন। সাহাবী উসমান ইবনে তালহার (রা.) বংশধর ড. সালেহ বিন জাইন মক্কা বিজয়ের পর থেকে কাবাঘরের চাবিরক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন।

সাহাবী উসমান ইবনে তালহার বংশধর ড. সালেহ বিন জাইনের জানাজা ২৩ জুন রবিবার সকালে মক্কার মসজিদুল হারামে অনুষ্ঠিত হয়। পরে তাকে আল মুআল্লা কবরস্থানে দাফন করা হয়। এ কবরস্থানে হযরত খাদিজাসহ (রা) অসংখ্য সাহাবী শায়িত আছেন।

মহানবীর (স.) নির্দেশনা অনুযায়ী মক্কা বিজয়ের পর থেকে কাবাঘরের চাবি হযরত উসমান ইবনে তালহার (রা.) বংশধরদের হাতেই রয়েছে। সৌদি বাদশাহসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ কাবাঘরে প্রবেশের সময় এই চাবির মাধ্যমেই কাবাঘরের দরজা খোলা হয়।

আগে থেকেই কাবাঘরের চাবি থাকত শায়বা গোত্রের কাছে। মক্কা বিজয়ের দিন রাসুলুল্লাহ (স.) ওই গোত্রেরই একজন উসমান ইবনে তালহার (রা.) কাছে চাবি হস্তান্তর করেন। একই সঙ্গে বলে দেন, এখন থেকে কেয়ামত পর্যন্ত এ চাবি তোমার বংশধরের হাতেই থাকবে। তোমাদের কাছ থেকে কেউ এ চাবি নিতে চাইলে, সে হবে জালিম।

পরবর্তীতে আব্বাসী, আইয়ুবী, মামলুক ও ওসমানিয়া যুগে কয়েকবার কাবাঘর মেরামত করা হয়েছে। সে সময় প্রয়োজনমতো নতুন তালা-চাবিও বানানো হয়েছে। সর্বশেষ ২০১৩ সালের ১৮ নভেম্বর কাবাঘরের চাবি পরিবর্তন করা হয়। এ চাবি একটি বিশেষ ব্যাগে বানানো হয়, যা তৈরি করা হয় পবিত্র কাবাঘরের গিলাফ নির্মাণ কারখানায়।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: