ইসরাইলি কারাগারে নিহত ফিলিস্তিনি বন্দীর সংখ্যা বেড়ে ৫৪

মুনা নিউজডেস্ক | ২০ জুন ২০২৪ ২৩:৫৬

ছবি: সংগৃহীত ছবি: সংগৃহীত

 

গাজার বন্দী বিষয়ক কমিশন বলছে, গত ৭ অক্টোবর থেকে ইসরাইলি কারাগারে নিহত ফিলিস্তিনি বন্দীর সংখ্যা বেড়ে ৫৪ জনে দাঁড়িয়েছে।বৃহস্পতিবার (২০ জুন) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কমিশন বলেছে, ইসরাইলি কারাগারে বন্দীরা যে পরিস্থিতিতে বাস করে তা ভয়ঙ্কর, অমানবিক এবং নজিরবিহীন।


কমিশন আরো জানিয়েছে, যুদ্ধের সময় গাজা থেকে গ্রেফতার হওয়া বন্দীদের মধ্যে ৩৬ জন নির্যাতন ও কঠোর আটক অবস্থায় মারা গেছে।

ইসরাইলি বাহিনীর হাতে আটক বন্দীর সংখ্যা বেড়ে ৯ হাজার হয়েছে। তাদের মধ্যে ৩০০ নারী, ৬৩৫ শিশু এবং ৮০ জন সাংবাদিক।



আপনার মূল্যবান মতামত দিন: