হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ স্থানীয় সময় আজ বুধবার (১৯ জুন) বিকাল ৫টায় ভাষণ দেবেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, ভাষণে হিজবুল্লাহর নিহত ফিল্ড কমান্ডার তালিব সামি আবদুল্লাহকে স্মরণ করবেন নাসরাল্লাহ। চলতি মাসের শুরুতে ইসরায়েলি হামলায় নিহত হন তিনি। খবর আল জাজিরা।
একটি প্রতিবেদনে আল জাজিরা সাংবাদিক জেইনা খোদর বলেছেন, ভাষণে নাসরাল্লাহ ইসরায়েলের সঙ্গে সীমান্তে লেবাননের ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে কথা বলতে পারেন।
এর আগে, রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার হিজবুল্লাহ সঙ্গে সর্বাত্মক যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার গোষ্ঠীটি ইসরায়েলি শহর হাইফার নজরদারি ফুটেজ প্রকাশ করেছে। এরপর ওইদিনই এমন হুঁশিয়ারি দেন কাটজ।
ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর এই হুঁশিয়ারির পর আজ ভাষণ দিতে যাচ্ছেন হিজবুল্লাহ প্রধান। আশা করা হচ্ছে, ভাষণে ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত নিয়ে কথা বলবেন তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: