ঈদুল আযহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব

মুনা নিউজ ডেস্ক | ৭ জুন ২০২৪ ১২:৪৪

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

সৌদি আরব ৬ জুন, বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়েছে। ফলে ৭ জুন জিলহজ মাসের প্রথম দিন হবে এবং ১৬ জুন পবিত্র ঈদুল আযহা উদযাপন করা হবে বলে জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

৫ জুন, বুধবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির জনগণকে বৃহস্পতিবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল। সূর্যাস্তের সময় চাঁদ দেখার জন্য একটি অফিসিয়াল কমিটিও গঠন করা হয়েছিল।

এদিকে ১৪ জুন হজ শুরু হবে এবং ১৫ জুন আরাফাত দিবস পালিত হবে। বাংলাদেশে ১৭ জুন ঈদুল আযহা উদযাপন করা হবে।

জিলহজ মাস মুসলমানদের জন্য চারটি পবিত্র মাসের একটি হিসাবে বিবেচিত হয়। এই মাসে পবিত্র হজ পালন শেষে ঈদুল আযহা উদযাপন করা হয়।

এই মাসে হজ পালনের জন্য প্রতি বছর লাখ লাখ মুসলমান মক্কায় ভ্রমণ করেন। হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি।

ঈদুল আযহা ত্যাগের উৎসব হিসেবেও পরিচিত। এই উৎসবে মুসলমানরা একসঙ্গে ঈদের নামাজ পড়ার পর সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য এক বা একাধিক পশু কুরবানি দিয়ে থাকে।

 

সূত্র: আল আরাবিয়া নিউজ



আপনার মূল্যবান মতামত দিন: