হজ কার্যক্রম সহজ করতে ১৬টি ভাষায় ১৫টি সচেতনতামূলক নির্দেশিকা

মুনা নিউজ ডেস্ক | ১৬ মে ২০২৪ ২০:৪২

ফাইল ছবি ফাইল ছবি

সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় হজব্রত পালনের জন্য বিশ্বের সকল জায়গা থেকে আগমনকারী আল্লাহর মেহমানদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকল পর্যায়ে তাদের প্রয়োজনীয় যাবতীয় বিষয় সংক্রান্ত সহজ ভাষায় লিখিত ও বিস্তৃত ১৫টি সচেতনতামূলক নির্দেশিকা চালু করেছে।

এই উদ্যোগটি চলতি বছর ১৪৪৫ হি/২০২৪ সালের হজ মৌসুমে মন্ত্রণালয়ের যোগাযোগ ও সচেতনতামূলক প্রচেষ্টারই অংশ।

মন্ত্রণালয় আরো জানিয়েছে যে, আল্লাহর মেহমানদের মাঝে অধিক ব্যবহৃত ভাষাগুলোর মধ্যে আরবি, ইংরেজি, ফরাসি, উর্দু, বাংলা, ইন্দোনেশিয়ান, হাউসা, আমহারিক, ফার্সি, স্প্যানিশ, তুর্কি, রাশিয়ান, সিংহলি, উজবেক এবং মালয়েশিয়ানসহ পৃথিবীর আন্তর্জাতিক ১৬টিরও অধিক ভাষায় হজযাত্রীদের সাধারণ প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে এ নির্দেশিকায়।

সূত্র মতে, এ নির্দেশিকায় সকল ধরনের প্রয়োজনীয় তথ্য এবং আইন, স্বাস্থ্য, পদ্ধতি ও ব্যবস্থাপনা বিষয়ক যাবতীয় বিষয় অন্তর্ভুক্ত থাকবে সহজ ভাষায় এবং বিশদ চিত্র ও প্রতীক সহকারে। পাশাপাশি শিক্ষামূলক ভিডিও ক্লিপ রয়েছে, যার অডিও শোনারও বিকল্প ব্যবস্থা আছে।



আপনার মূল্যবান মতামত দিন: