মুসলিম বিশ্বের স্কলারদের পরামর্শ সভায় যোগ দিতে তুরস্কে গেলেন আফগানিস্তানের হজ্ব ও ওয়াকফ মন্ত্রী মুফতী নূর মুহাম্মদ সাকিব। ১১ মে, শনিবার তুরস্কের ধর্মমন্ত্রী ড. আলি এরবাশের আমন্ত্রণে তুরস্কে গিয়ে পৌঁছেছেন আফগান মন্ত্রীর নেতৃত্বাধীন ইসলামিক স্কলারদের একটি প্রতিনিধি দল।
মুসলিম উম্মাহ, বিশ্ব মানবতা ও ইসলামিক স্কলার বা আলেম-ওলামাগণ বর্তমান বিশ্বে যেসব হুমকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তা মোকাবিলার পথ খুঁজে পেতে এই পরামর্শ সভার আয়োজন করা হয়। ইসলাম ও বাস্তবতার নিরিখে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় মুসলিম বিশ্বের আলেম-ওলামাগণ সভায় তাদের সুচিন্তিত মতামত তুলে ধরবেন। ঐতিহাসিক নগরী ইস্তাম্বুলে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া বর্তমান সংকটময় পরিস্থিতির প্রেক্ষিতে মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতির উপর এবং ৪ মাযহাবের সমন্বিত বিষয়গুলোতে একক অবস্থান প্রতিষ্ঠিত করার উপর জোর দেওয়া হবে।
সূত্র: হুররিয়াত
আপনার মূল্যবান মতামত দিন: