বাইতুল্লাহ ও মসজিদে নববিতে ২৪ ঘণ্টাই চলছে কোরআনের ক্লাস

মুনা নিউজ ডেস্ক | ৩ এপ্রিল ২০২৪ ১২:১১

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

তৃতীয় ও শেষ দশকে প্রবেশ করেছে পবিত্র রমজান মাস। বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মুসল্লি মানুষ ছুটছেন মসজিদুল হারাম ও মসজিদে নববির দিকে। এ অবস্থায় তাদের জন্য কোরআনের মজলিস বাড়িয়েছে এই দুই মসজিদের কর্তৃপক্ষ। দিন রাত ২৪ ঘণ্টাই চলছে এ কোরআনের ক্লাস। খবর সৌদি গেজেট।

সৌদি আরবে গত ১১ মার্চ রমজান মাস শুরু হওয়ার পর থেকে কাবাতে প্রতিদিন লাখ লাখ মানুষ নামাজ ও ওমরাহ পালন করতে এসেছেন। রমজানের প্রথমার্ধে কাবায় অন্তত ৮০ লাখ মুসল্লি নামাজ আদায় করেছিলেন।

অন্যদিকে মদিনার মসজিদে নববিতেও রমজানে মুসল্লিদের ঢল নেমেছে। সেখানে মুসল্লির উপস্থিতি ছিল বাইতুল্লাহর প্রায় দ্বিগুণ। রমজানের প্রথমার্ধে মসজিদে নববিতে দেড় কোটি মুসল্লি নামাজ আদায় করেছিলেন।

এছাড়া ইতেকাফ আদায়ের জন্য পবিত্র দুই মসজিদে অবস্থান করছে ১০ লক্ষাধিক মুসল্লি। তারা তারাবিহ, তাহাজ্জুদসহ অন্যান্য নিয়মিত ইবাদতে নিমগ্ন থেকে সময় কাটাচ্ছেন। গত ২৭ মার্চ থেকে পবিত্র দুই মসজিদে নিবন্ধনের মাধ্যমে হাজার হাজার মুসল্লি ইতিকাফ শুরু করেছেন।

ইতিকাফরত মুসল্লি ও সাধারণ মুসল্লিদের জন্য দুই মসজিদ কর্তৃপক্ষ কোরআনের ক্লাস চালু করেছে। শতাধিক শিক্ষকের সমন্বয়ে কর্তৃপক্ষ এমনভাবে কোরআনের ক্লাসগুলোর পরিকল্পনা করেছেন, যাতে দিনরাত ২৪ ঘণ্টাই কোরআনের ক্লাশ চালু থাকে। ফলে যে কোনো সময়ই মুসল্লিরা এসব ক্লাসে যুক্ত হয়ে কোরআন পড়া বিশুদ্ধ করার পাশাপাশি কোরআনের নানা বিষয় সম্পর্কে জানতে পারছেন।

এদিকে রমজানের শেষ দশকে ইবাদতে মগ্ন থাকার আহ্বান জানিয়েছেন হারামাইন শরিফাইনের ধর্মীয় বিষয়ক প্রধান শায়খ আব্দুর রহমান আস-সুদাইস। খুবই মূল্যবান এ সময়কে যথাযথভাবে মূল্যায়ন করতে মোবাইল ও এ জাতীয় ডিভাইসে সময় নষ্ট না করার আহ্বান জানিয়েছেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: