সৌদি আরবের মদিনা নগরীর মহাসড়কের পাশে রয়েছে অসংখ্য নামাজের স্থান। ভ্রমণকালে এসব স্থানে নামাজ পড়েন দর্শনার্থী ও পথযাত্রীরা। মদিনা নগর কর্তৃপক্ষের উদ্যোগে নামাজের এসব স্থানের সৌন্দর্য বৃদ্ধিতে সংস্কার কার্যক্রম চলছে।
মহাসড়কের পাশে অবস্থিত এসব মসজিদ সম্প্রতি প্রকৌশলী ফাহদ আল-বালিহশি নামাজের স্থানের একটি ভিডিও ধারণ করে এক্স প্ল্যাটফরমে প্রকাশ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা সবার নজর কাড়ে। এমন সংস্কার উদ্যোগের প্রশংসায় মেতে ওঠেন সবাই।
আবদুল্লাহ খাজা নামের একজন মন্তব্য করেন, ‘মদিনা নগরীর সৌন্দর্য বৃদ্ধিতে এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। অন্যান্য প্রকল্পের মতো তা মদিনা নগরীতে চমৎকার দৃশ্য তৈরি করবে। মহান আল্লাহ প্রকৌশলী ফাহাদসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের উত্তম বিনিময় দিন।’
ইয়াসির আল-হাসানি নামের আরেকজন লিখেছেন, ‘মদিনা নগরবাসীর সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি নগরীর পথযাত্রীদের নিয়ে এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।’
মদিনা নগরী ইসলামের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান। এখানে রয়েছে পবিত্র মসজিদে নববী ও মহানবী মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা শরিফ। প্রতিবছর হজ ও ওমরাহ পালনকালে এখানে অসংখ্য মুসল্লির আগমন ঘটে। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে গত বছর ২৮ কোটির বেশি মুসল্লি পবিত্র এই মসজিদে নামাজ পড়েছেন।
আগামী হজ মৌসুম শুরুর আগেই বিদেশ থেকে দুই কোটির বেশি মুসল্লি ওমরাহ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব। গত বছর ১৩ কোটি ৫৫ লাখের বেশি মুসলিম ওমরাহ পালন করেন এবং পবিত্র হজ পালন করেন ১৮ লাখ ৪৫ হাজারের বেশি মুসল্লি, যার মধ্যে ১৬ লাখ ৬০ হাজার ৯১৫ জন বিদেশি ছিলেন।
সূত্র : গালফ নিউজ
আপনার মূল্যবান মতামত দিন: