হারামাইনে আজ জুমার নামাজ পড়ালেন প্রখ্যাত দুই আলেম ও কারি

মুনা নিউজ ডেস্ক | ১২ জানুয়ারী ২০২৪ ০৮:৫৭

ফাইল ছবি ফাইল ছবি

আজ সৌদি আরবে ১২ জানুয়ারি ২০২৪ইং মোতাবেক ৩০ জমাদিউস সানি ১৪৪৫ হিজরি। ১৪৪৫ হিজরির জমাদিউস সানি মাসের পঞ্চম জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারি।

মসজিদে হারাম

আজ মসজিদুল হারামে জুমার নামাজ পড়িয়েছেন প্রসিদ্ধ কারি শায়খ ড. মাহের বিন হামাদ আল-মুয়াইকিলি। ড. মাহের আল মুয়াইকিলি ১৯৬৯ সালের সাত জানুয়ারি সৌদি আরবের মদিনা মুনাওওরায় জন্মগ্রহণ করেন।

১৪২৫ হিজরিতে মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরীয়াহ অনুষদ থেকে তিনি মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এখানে তার বিষয় ছিল, ‘ফিকহুল ইমাম আহমাদ ইবনে হাম্বল’ তথা ইমাম আহমাদ ইবনে হাম্বলের ইলমে ফিকহ’। একই প্রতিষ্ঠান থেকে ১৪৩২ হিজরিতে ইমাম সিরাজি রহ. রচিত শাফেয়ী মাজহাবের কিতাব ‘তুহফাতুন নাবিহ শারহুত তানবিহ’র ওপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।

তিনি কুরআনের একজন হাফেজ। ১৪২৮ হিজরির রমজানে মসজিদুল হারামের তারাবি ও তাহাজ্জুদের ইমাম মনোনীত হন। ওই বছরই মসজিদুল হারামের স্থায়ী ইমাম ও খতিবের দায়িত্ব গ্রহণ করেন।

মসজিদে নববি
আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়িয়েছেন আলেম ও কারি শায়খ আহমেদ তালিব হামিদ। সুললিত কুরআন তেলওয়াতের জন্য তিনি অত্যন্ত জনপ্রিয় ও প্রসিদ্ধ। ১৯৮০ সালে তিনি সৌদি আরবের রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম তালিব, দাদার নাম হামিদ।

শায়খ তালিব হামিদ ইসলামিক ইউনিভার্সিটি অব ইমাম মুহাম্মাদ ইবনে সৌদ থেকে ইসলামি আইনে বিএ ডিগ্রি অর্জন করেছেন এবং সৌদি আরবের হাই জুডিশিয়ারি কাউন্সিল থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

তিনি এখন মসজিদে নববির ইমাম হিসেবে কর্মরত রয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: