হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস মসজিদুল হারাম ও মসজিদে নববীতে গিয়ে সেলফি না তোলে ইবাদতে লিপ্ত থাকার আহ্বান জানিয়েছেন।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, সৌদি আরবে ইবাদতের উদ্দেশ্যে আসা মানুষদের জন্য বিশেষ নির্দেশনা দিতি গিয়ে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ইবাদত পালনকারীরা সেলফিতে ব্যস্ত না হয়ে নিজের সময়কে ইবাদতের জন্য কাজে লাগাতে পারেন।
নির্দেশনায় তিনি আরও বলেন, হারামাইনে ইবাদতের পরিবেশ অক্ষুণ্ন রাখতে আগত ইবাদত পালনকারীদের সহযোগিতা প্রয়োজন। সম্প্রতি মসজিদে নববীতে ইবাদত পালনকারীদের ব্যবস্থাপনা পরিদর্শনের সময় তিনি এসব বলেন।
এ সময় তিনি আগত ইবাদত পালনকারীদের সঙ্গে কথা বলেন। ইবাদত পালনকারীদের সঙ্গে সাক্ষাতের সময় তিনি মসজিদে নববীতে আগত নারীদের পর্দার প্রতি গুরুত্ব দেওয়ার কথা বলেন। একইসঙ্গে তাদের পুরুষের জন্য নির্ধারিত এলাকা থেকে দূরে থাকতে বলেন। নারীদের নামাজের জন্য নির্ধারিত স্থানে অবস্থানের কথা বলেন।
২০১২ সালে সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান হিসেবে নিয়োগ পান শায়খ আবদুর রহমান আস সুদাইস। তিনি ১৪০৪ হিজরি (১৯৮৪ সালের মে মাসে) মাত্র ২২ বয়সে মসজিদুল হারামের খতিব ও ইমাম হিসেবে নিয়োগ পান।
পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান হওয়ার পর ২০১৪ সালে তিনি মসজিদে নববিতে প্রথমবার ইমামতির দায়িত্ব পালন করেন। সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াতের জন্য মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত তিনি। ২০২৩ সালে পবিত্র কাবার ইমাম হিসেবে ৪০ বছর পূর্ণ করেছেন শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস
আপনার মূল্যবান মতামত দিন: