আসছে ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন। এ নির্বাচনে প্রেসিডেন্ট লড়ার কথা ছিল চার প্রার্থীর। তারা হলেন, রিসেপ তাইয়্যেপ এরদোগান, মুহাররেম ইন্স, কেমাল কিরিচদারোগ্লু, সিনান ওগান।
তবে বৃহস্পতিবার নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন মুহাররেম ইন্স। যার ফলে বাকী তিনজন লড়বেন আগামী ১৪মে এর নির্বাচনে।
এদিকে পোলস্টার কোন্দার জরিপে দেখা গেছে, এরদোগানের বিজয়ী হওয়ার সম্ভাবনা কমে গেছে। এরদোগানের প্রধান প্রতিদ্বন্দ্বী কিরিচদারোগ্লু তার চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেছেন।
জরিপ বলছে, ৪৩ শতাংশ মানুষ এরদোগানের পক্ষে আর ৪৯ শতাংশ মানুষ ভোট দিয়েছেন কিরিচদারোগ্লুর পক্ষে। এর মাধ্যমে বোঝা যায়, দ্বিতীয় দফায় গড়াবে প্রেসিডেন্ট নির্বাচন। অর্থাৎ ১৪ মে এর পর ২৮ মে ফের হবে ভোট।
প্রসঙ্গত, নিয়মানুযায়ী কোন প্রেসিডেন্ট প্রার্থী যদি প্রথম দফায় ৫০ শতাংশ ভোট না পায় তবে দ্বিতীয় দফায় গড়ায় ভোটগ্রহণ। পোলস্টার কোন্দার এই জরিপটি হয়েছে গত ৬-৭ মে।
আপনার মূল্যবান মতামত দিন: