আল আকসার সিনিয়র কর্মকর্তাকে গ্রেফতার করেছে ইসরাইল

মুনা নিউজ ডেস্ক | ৮ ডিসেম্বর ২০২৩ ২১:১০

আল আকসা মসজিদ : সংগৃহীত ছবি আল আকসা মসজিদ : সংগৃহীত ছবি

ইসরাইলের সামরিক বাহিনী আল আকসা মসজিদের এক সিনিয়র কর্মকর্তাকে গ্রেফতার করেছে। ৮ ডিসেম্বর, শুক্রবার তাকে বেতেলহাম শহর থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজসাইট মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার আল আকসা মসজিদের ইসলামিক ওয়াকফের সহকারী প্রধান নাজেহ বেকিরাতকে আটক করা হয়। এর আগে বছরের শুরুতে তাকে নিজ শহর জেরুজালেম থেকে ছয় মাসের জন্য নির্বাচনে পাঠানো হয়। একইসাথে তার আকসা মসজিদে প্রবেশেও নিষেধাজ্ঞা দেয়া হয়।

উল্লেখ্য, ইসলামিক ওয়াকফ হলো আল-আকসা মসজিদসহ জেরুজালেমের ইসলামিক সাইটগুলোর নিয়ন্ত্রণ ও পরিচালনার দায়িত্বে নিযুক্ত একটি জর্ডান-নিযুক্ত সংস্থা।


সূত্র : মিডল ইস্ট আই

 



আপনার মূল্যবান মতামত দিন: