ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে শাস্তির দাবি ওমানের

মুনা নিউজ ডেস্ক | ৫ নভেম্বর ২০২৩ ১৮:১৫

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

আন্তর্জাতিক অপরাধ আদালতের কাছে, গাজ্জা উপত্যাকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও যুদ্ধাপরাধের বিষয়টি তদন্ত ও এর সাথে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। ৪ নভেম্বর, শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটার একাউন্ট থেকে এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

এক্স বার্তায়, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার ইসরাইলি বাহিনীর দ্বারা সংগঠিত যুদ্ধাপরাধ ও গণহত্যার প্রকাশ্য এবং তীব্র নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে, জাবালিয়া শরণার্থী শিবিরে অবস্থিত শিশুদের স্কুলে হামলা, আল-নাসর শিশু হাসপাতালের গেটে হামলা ও ওসামা বিন জায়েদ স্কুলে ভয়াবহ হামলা ও গণহত্যার কথা উল্লেখ করে এগুলোকে যুদ্ধপরাধের তালিকাভুক্ত করেছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে, আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক, আইনগত ও মানবিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে, “ইসরাইল কতৃক আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট অবমাননা ও লঙ্ঘনের অবসান ঘটাতে সত্যিকার অর্থে এই মুহূর্তেই জাগ্রত জাগ্রত হওয়া প্রয়োজন।”


সূত্র: মিডল ইস্ট মনিটর



আপনার মূল্যবান মতামত দিন: