আরও দুই জিম্মির মুক্তি দিলো হামাস, রাতভর ইসরায়েলি হামলায় নিহত ৫৩

মুনা নিউজ ডেস্ক | ২৪ অক্টোবর ২০২৩ ১৩:৫৩

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি


আরও দুই জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। মুক্তি পাওয়া দুজনই ইসরায়েলি নারী। ২৩ অক্টোবর সোমবার দিবাগত রাতে তাঁদের মুক্তি দেওয়া হয়। ওই দুই জিম্মির মুক্তির পরও দক্ষিণ গাজায় রাতভর ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশতাধিক।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, যে দুজনকে হামাস মুক্তি দিয়েছে তাঁরা হলেন ৮৫ বছর বয়সী ইউখেবেদ লিফশিতজ ও ৭৯ বছরের নূরিত কুপার। ইসরায়েল জানিয়েছে, মিসরের রাফাহ ক্রসিংয়ে ওই দুই নারীকে মিসরীয় কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। গত ৭ অক্টোবর যখন হামাস ইসরায়েলের কিব্বুতজ এলাকায় হামলা চালায়, তখন এই দুজনকে জিম্মি হিসেবে ধরে এনেছিল। তবে এই দুই নারীকে মুক্তি দেওয়া হলেও তাদের স্বামীদের মুক্তি দেওয়া হয়নি।

লিফশিতজের মেয়ে শ্যারন লিফশিতজ মায়ের মুক্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মায়ের মুক্তিতে কী যে স্বস্তি পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা যাবে না। মায়ের মুক্তির পরও আমি সেই নিরপরাধ ২০০ ইসরায়েলি বন্দীর মুক্তির বিষয়ে সচেতন থাকব, যারা এখনো গাজায় জিম্মি হিসেবে রয়ে গেছে।’

এর আগে দুই আমেরিকান নাগরিককে মুক্তি দেয় হামাস। তাদের দুজনকেও কিব্বুতজ থেকে জিম্মি করে নিয়ে গিয়েছিল হামাস। তাদের মুক্তির বিষয়টি জানিয়ে হামাস বলেছিল, মানবিক কারণে দুই আমেরিকান জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে এবং দুজনকে মুক্ত করে হামাস আমেরিকান জনগণ ও বিশ্বের কাছে প্রমাণ করতে চায় যে বাইডেন এবং তার প্রশাসনের দাবিগুলো মিথ্যা এবং ভিত্তিহীন।

এদিকে হামাস আরও দুই ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার দিবাগত রাতে অব্যাহত বিমান হামলায় দক্ষিণ গাজার পৃথক পৃথক স্থানে অন্তত ৫৩ জন নিহত হয়েছে। তুরস্কের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে, রাফাহ ও খান ইউনিসে নিহতের সংখ্যা মোট ৫৩।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা নিউজের বরাত দিয়ে আনাদোলু এজেন্সি জানিয়েছে, নিহতদের মধ্যে ২৩ জন খান ইউনিসের। ইসরায়েলি যুদ্ধবিমান খান ইউনিসের একটি আবাসিক এলাকায় হামলা চালালে ২৩ জন নিহত হয়। আহত হয় আরও অন্তত ৪৫ জন। আহতদের স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।

অন্যদিকে, দক্ষিণ গাজার মিসর সীমান্তবর্তী অঞ্চল রাফাহে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে আরও ৩০ জন। এখানে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বেসামরিক স্থাপনা ও আবাসিক এলাকায় হামলা চালালে এই প্রাণহানির ঘটনা ঘটে। উদ্ধার সরঞ্জামের কমতি থাকলেও স্থানীয়রা খালি হাতেই ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।

 



আপনার মূল্যবান মতামত দিন: