পালিয়ে যেতে বলে ইসরায়েলের হামলা, ৭০ ফিলিস্তিনি নিহত

মুনা নিউজ ডেস্ক | ১৪ অক্টোবর ২০২৩ ১৫:১২

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি

গাজা প্রায় অর্ধেক বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। সময়সীমা বেঁধে দিয়েও হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী। এতে অন্তত ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনী সরে যাওয়ার নির্দেশ দেয়ার পরই হামলা চালায়।

হামাস কর্মকর্তাদের মতে, উত্তর গাজা উপত্যকা থেকে পালিয়ে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় ৭০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

গতকাল ১৩ অক্টোবর, শুক্রবার ফিলিস্তিনের উত্তর গাজার ১১ লাখ বেসামরিক বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে উপত্যকার দক্ষিণে পালাতে বলে ইসরায়েল। যদিও এ আদেশ প্রত্যাহার করে নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মতে, এটা ‘অসম্ভব’। জাতিসংঘ আরো জানিয়েছে, ইসরায়েলের আদেশের পর গাজা সিটি ছেড়েছেন অন্তত হাজার দশেক মানুষ।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় হামাস। এতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩০০। অপরদিকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০০। আহত হয়েছে আরো ৬ হাজার ৩৮৮ জন।



আপনার মূল্যবান মতামত দিন: