‘ভিক্ষুক-পকেটমারকে পাঠাবেন না’ পাকিস্তানকে সৌদির হুঁশিয়ারি

মুনা নিউজ ডেস্ক | ২৯ সেপ্টেম্বর ২০২৩ ১২:৩৯

পবিত্র মক্কা শরিফ : সংগৃহীত ছবি পবিত্র মক্কা শরিফ : সংগৃহীত ছবি


হজের কোটা পূরণে পাকিস্তানকে সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। দেশটি হজে কোটা পূরণে ভিক্ষুক-পকেটমার না পাঠানোর অনুরোধ জানিয়ে এ সতর্কবার্তা দেয়। ২৭ সেপ্টেম্বর বুধবার সিএনএন-নিউজ১৮ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বৈঠকে বিষয়টি নিয়ে নিয়ে আলোচনা হয়েছে। সূত্রটি জানিয়েছে, সৌদি আররে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের মধ্যে ৯০ শতাংশ পাকিস্তানের নাগরিক। এসব ব্যক্তিরা ওমরার ভিসায় সৌদি আরবে গিয়েছেন।

সৌদি আরব জানিয়েছে, বর্তমানের তাদের কারাগার পাকিস্তানিদের দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে। এজন্য দেশটি পাকিস্তানকে সতর্কবার্তা দিয়েছে।

পাকিস্তানি কর্মকর্তাদের দেওয়া ওই সতর্কবার্তায় বলা হয়েছে, মক্কার মসজিদ আল হারামের কাছে থাকা সব পকেটমারও পাকিস্তানের নাগরিক।

সূত্রটি জানায়, সৌদিরা ক্ষুব্ধ, কারণ পাকিস্তানের এই দুর্বৃত্তরা ওমরাহ ভিসায় তাদের দেশে যায়। শ্রমিক হিসেবে দক্ষ না হওয়ায় তারা এ পথ অবলম্বন করে বলে ধারণা করা হচ্ছে।


সূত্র :সিএনএন-নিউজ১৮



আপনার মূল্যবান মতামত দিন: