ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ হলে ইসরাইল লাভবান হবে : হিজবুল্লাহ

মুনা নিউজ ডেস্ক | ১১ সেপ্টেম্বর ২০২৩ ১৯:০৮

ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ হলে ইসরাইল লাভবান হবে : হিজবুল্লাহ : সংগৃহীত ছবি ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ হলে ইসরাইল লাভবান হবে : হিজবুল্লাহ : সংগৃহীত ছবি


লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে চলমান সংঘর্ষের ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম।তিনি বলেন, ফিলিস্তিনি গ্রুপগুলো সংঘাতে লিপ্ত থাকলে ইসরাইল ছাড়া আর কেউ লাভবান হবে না।

নাঈম কাসেম ১০ সেপ্টেম্বর রোববার বৈরুতে এক বক্তব্যে বলেন, দক্ষিণ লেবাননের আইন আল-হিলওয়া শরণার্থী শিবিরে সশস্ত্র সংঘাতে কোনো পক্ষ লাভবান হবে না বরং এর ফলে কেবল ইসরাইলের স্বার্থ রক্ষিত হবে।

হিজবুল্লাহর এই নেতা বলেন, ‘আইন আল-হালওয়া’ শিবিরের সংঘাতের ব্যাপারে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করছি কারণ এই সংঘাত ফিলিস্তিনি ভাইদের নিজেদের মধ্যে হচ্ছে এবং এর পরিবেশগত খারাপ প্রভাব রয়েছে।

দক্ষিণ লেবাননের সিদন শহরের ওই শরণার্থী শিবিরে গত চার দিন ধরে ফিলিস্তিনি গ্রুপগুলোর মধ্যে সশস্ত্র সংঘাত চলছে। সংঘাত বন্ধের লক্ষ্যে ব্যাপক আলোচনা ও সংলাপ চললেও সংঘর্ষ বন্ধ করা যায়নি। ওই সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজন নিহত ও কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছে।


সূত্র : পার্সটুডে



আপনার মূল্যবান মতামত দিন: