মক্কায় তীব্র ঝড় উড়িয়ে নিচ্ছে মুসল্লিদের

মুনা নিউজ ডেস্ক | ২৩ আগস্ট ২০২৩ ২১:৩১

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি


মক্কা ও জেদ্দাসহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড বজ্রপাতের পাশাপাশি ২২ আগস্ট, মঙ্গলবার আঘাত হানে তীব্র ঝড়। এতে বিভিন্ন স্থানে ক্ষয়-ক্ষতির খবর পাওয়া গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়েছে এর বেশ কিছু ভিডিও।

স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, শক্তিশালী ঝড়ের ‘নাটকীয়’ অনেক ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার হয়েছে, যেখানে বিভিন্ন ঘটনায় বোঝা গেছে বাতাসের তীব্রতা। এমনকি ঝড়ের সময় মক্কার গ্র্যান্ড মসজিদে উপস্থিত অনেক ওমরাহযাত্রীকে বাতাসের তোড়ে পড়ে যেতে দেখা যায়।

ভিডিওগুলোতে, ঝড়ের তীব্রতায় জেদ্দার উত্তর-পূর্বে আসফান রোডে প্রবল বৃষ্টি এবং ঝড়ের মধ্যে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ার মতো ঘটনাও দেখা যায়।

এর আগে, জেদ্দায় ধুলি ঝড়ের আশঙ্কা রয়েছে বলে পূর্বাভাস দেয় স্থানীয় আবহাওয়া অফিস।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়ার অবস্থার বিবরণ দিয়ে সতর্কতা জারি করে। এদিকে মদিনা, মক্কা, আসির, জাযান এবং আল বাহারের মতো অঞ্চলগুলোতে তীব্র বাতাসের সঙ্গে বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।

দেশটির বিখ্যাত আবহাওয়া বিশেষজ্ঞ আবদুল্লাহ আল ওসাইমি বলেছেন, ‘এ ধরনের আবহাওয়া মূলত অক্টোবরে শরৎ ঋতু শুরু হওয়ার ইঙ্গিত দেয়।’

ভিডিও লিঙ্ক

https://twitter.com/HumanDilemma_/status/1694094733054742966

 



আপনার মূল্যবান মতামত দিন: