জ্ঞানবাপীকে মসজিদ বললে সংঘাত তো বাধবেই : যোগী আদিত্যনাথ

মুনা নিউজ ডেস্ক | ১ আগস্ট ২০২৩ ২১:১৯

জ্ঞানবাপী মসজিদ : সংগৃহীত ছবি জ্ঞানবাপী মসজিদ : সংগৃহীত ছবি


ভারতের উত্তর প্রদেশের বারানসির জ্ঞানবাপী মসজিদ ‘বিতর্কিত’ মন্তব্য করলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৩১ জুলাই, সোমবার ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রায় ৪৫০ বছরের পুরনো বারানসির ওই মসজিদ আসলে হিন্দু মন্দির! এটিকে মসজিদ বলা হলে সংঘাত তো বাধবেই!’

সাক্ষাৎকারে যোগী আরো বলেন, ‘ঈশ্বর যাদের দৃষ্টিশক্তি দিয়েছেন, তারা ওখানে গিয়ে দেখুক। মসজিদের ভেতর ত্রিশূল কেন? আমরা তো রাখিনি। জ্যোতির্লিঙ্গ রয়েছে।

দেবমূর্তি রয়েছে। আমার মনে হয়, মুসলমানদের কাছ থেকেই এর সমাধানের প্রস্তাব আসা উচিত।’ তবে বিরোধীরা অভিযোগ করেছে, যোগীর এমন মন্তব্যে বোঝা যায়, অযোধ্যার বাবরি মসজিদ ও রামমন্দিরের বিতর্কের মতোই আগামীতে বারানসির জ্ঞানবাপী মসজিদ নিয়েও বিতর্ক তৈরি করতে চায় বিজেপি।

হিন্দুপক্ষের আবেদন অগ্রাহ্য করে জ্ঞানবাপী মসজিদে নামাজের অধিকার বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট।

‘অঞ্জুমান ইন্তেজামিয়া (জ্ঞানবাপী) মসজিদ কমিটি’ আবেদন মেনে শীর্ষ আদালত এবং এলাহাবাদ হাইকোর্ট জ্ঞানবাপী মসজিদে ভারতীয় পুরাতত্ত্ব সংস্থা আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) সমীক্ষা স্থগিত রাখতে বলেছে। এমন পরিস্থিতে যোগীর মন্তব্যে নতুন করে উত্তেজনা ও মেরুকরণ তৈরি হওয়ার আশঙ্কা দেখছেন বিশ্লেষকরা।


সূত্র : আনন্দবাজার পত্রিকা।



আপনার মূল্যবান মতামত দিন: