লেবাননের ফিলিস্তিনি শিবিরে সংঘাত অব্যাহত : নিহত ৯

মুনা নিউজ ডেস্ক | ৩১ জুলাই ২০২৩ ১৯:৩৪

সংগৃহীত ছবি সংগৃহীত ছবি


লেবাননের একটি ফিলিস্তিনি শিবিরে তৃতীয় দিনের মত সংঘাত অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ গ্রুপ ও কয়েকটি ইসলামি সংগঠনের মধ্যে এই সংঘাত চলছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ খবর দিয়েছে আরব নিউজ।

খবরে জানানো হয়, লেবাননে অবস্থিত এইন এল-হিলওয়েহ শিবিরে তিন দিন আগে এই সংঘাতের শুরু হয়। এতে লেবাননের দুই সেনাও আহত হয়েছেন। লেবানন ও ফিলিস্তিনের একাধিক চেষ্টার পরেও এই সংঘাত বন্ধ করা সম্ভব হয়নি। এখনও শিবিরের মধ্যে গোলাগুলি চলছে। শিবিরটি লেবাননে অবস্থিত হলেও এর নিয়ন্ত্রণ ফিলিস্তিনের হাতে। লেবাননের সামরিক বাহিনী শিবিরের বাইরে চেকপয়েন্ট বসালেও এর ভেতরে প্রবেশ করে না।

লেবাননের ইরানপন্থী সংগঠন হিজবুল্লাহ দুই পক্ষের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। ফাতাহর তরফে তাদের নিরাপত্তা কর্মকর্তাদের হত্যার নিন্দা জানানো হয়।

বলা হয়, এই শিবিরের স্থিতিশীলতা নষ্টই হামলার আসল উদ্দেশ্য। হামলার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার হুমকিও দেয় তারা।


সূত্র : আরব নিউজ



আপনার মূল্যবান মতামত দিন: