আফগানিস্তানের রাজনৈতিক উপপ্রধানমন্ত্রী আবদুল কবির বলেছেন, ইসলামী আমিরাত পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ইতিবাচক সম্পর্ক রাখতে চায়। তবে এ ক্ষেত্রে তারা কখনোই ইসলামী আইনের সাথে আপস করবে না। কাবুল বিশ্ববিদ্যালয়ে দেয়া এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিশ্ব এখন এই বাস্তবতা অনুধাবন করতে পেরেছে, দেশটির বর্তমান প্রশাসনে যারা আছে, তারাই আফগানিস্তানের প্রকৃত উত্তরাধিকারী। আফগানিস্তানের সাথে যুক্ত হতে, তাদের সাথে কাজ করতে হলে এই প্রশাসনের সাথেই কাজ করতে হবে। কারণ আফগানিস্তানের পক্ষ থেকে তাদের সাথে আলোচনার জন্য আর কেউ নেই।
আফগানিস্তানের অন্যতম শীর্ষ এই ব্যক্তিত্ব ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার ওপর জোর দিয়ে বলেন, যারা আধুনিক ও ইসলামী শিক্ষা উভয়ই পেয়েছে তারাই সবচেয়ে ভালোভাবে সমাজের সেবা করতে পারে।
সূত্র : দ্য ফ্রন্টিয়ার পোস্ট
আপনার মূল্যবান মতামত দিন: