ইসরায়েলি সেনারা শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে পাথর নিক্ষেপকারীদের সঙ্গে সংঘর্ষের সময় এক ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করেছে বলে ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন।
ইসরায়েলের সীমান্ত পুলিশ বলেছে, রামাল্লা শহরের কাছে উম সাফা গ্রামে সংঘর্ষের সময় ‘মুখোশধারী সন্দেহভাজনরা সেনাদের জীবন বিপন্ন করে পাথর ও ঢিল ছুড়েছে।’ এ সময় একজন সীমান্ত পুলিশ গুলি চালিয়ে তাদের পাল্টা জবাব দেন। পরে গুলির আঘাত পাওয়া একজনকে শনাক্ত করা হয়।
অন্যদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গ্রামের একজন ১৭ বছর বয়সী বাসিন্দা নিহত হয়েছে।
ইসরায়েলি বসতি স্থাপনের বিরুদ্ধে প্রতি সপ্তাহে উম সাফাতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় প্রায়ই ইসরায়েলি বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। গত ১৫ মাসে ইসরায়েলি অভিযান বৃদ্ধির ফলে পশ্চিম তীরে সহিংস পরিস্থিতি আরো খারাপ হয়েছে।
সূত্র : রয়টার্স
আপনার মূল্যবান মতামত দিন: