উমাইয়া মসজিদে কাবা কিসওয়ার টুকরো উপহার দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট

মুনা নিউজ ডেস্ক | ৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৬

ফাইল ছবি ফাইল ছবি

পবিত্র কাবা শরিফের এক টুকরো গিলাফ হাদিয়া পেয়েছিলেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের তরফ থেকে। বহুমূল্য এই উপঢৌকন নিজ দেশের ঐতিহাসিক উমাইয়া মসজিদে উপহার দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

আখবার ২৪ জানিয়েছে, সিরিয়ার স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষে দেয়া ভাষণে আল-শারা বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরীয় প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ক্ষমতা গ্রহণের পর সৌদি আরব গমনের মাধ্যমে সর্বপ্রথম বিদেশ সফর করেন। ওই সফরেই বিন সালমান তাকে এই অসাধারণ উপহারটি দেন, যাতে পবিত্র কোরআনের আয়াত খোদাই করে লিপিবদ্ধ রয়েছে।

আহমেদ আল-শারা বলেন, আমি কাবার গিলাফের এই টুকরোটি উমাইয়া মসজিদে রাখার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, এর মাধ্যমে মক্কা মুকাররমা ও সিরিয়ার মধ্যে ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় হবে।

তিনি আরো বলেন, সিরিয়ার স্বাধীনতার বর্ষপূর্তিতেই গিলাফের টুকরোটি এখানে রাখার কথা চিন্তা করেছিলাম।’

 



আপনার মূল্যবান মতামত দিন: