ছবি : মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর, আহমেদ আবু উবায়দাহ
মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা – মুনা ইস্ট জোন রিজিওনাল এডুকেশন কনফারেন্স ২০২৫ কানেকটিকাটের মুনা সেন্টারে সম্পন্ন হয়েছে। শনিবার দিনব্যাপী এই কনফারেন্সটিতে ম্যাসাচুসেটস, কানেকটিকাট ও নিউ জার্সি নর্থ চ্যাপ্টারের সদস্য ও প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

রেজিস্টার ও ব্রেকফাস্টের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, এরপর কুরআন তেলাওয়াত এবং উদ্বোধনী বক্তব্য রাখেন মুনা ইস্ট জোন সেক্রেটারি মুহাম্মাদ হুমায়ুন কবির।

মুনা ইস্ট জোন প্রেসিডেন্ট মাহমুদুল কাদের তফাদার মানবজাতির জন্য দিকনির্দেশনা ও সফলতার চূড়ান্ত পথ হিসেবে কুরআনের মূলনীতি পেশ করেন।

প্রশ্নোত্তর পর্ব সেশন পরিচালনা করেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আবু উবায়দাহ । এরপর অনুষ্ঠিত হয় চ্যাপ্টার এক্সিকিউটিভ কমিটি ও সাব-চ্যাপ্টার নেতৃত্বের বৈঠক, যেখানে সংগঠনের কার্যক্রম ও প্রশাসনিক জবাবদিহিতা নিয়ে আলোচনা করা হয়।
নামাজ ও লাঞ্চ বিরতির পর, মুনা সোশ্যাল সার্ভিসের ন্যাশনাল ডিরেক্টর, সাফায়াত হুসাইন সাফা, “ইসলামী কর্মী হিসেবে অঙ্গীকার ও দায়িত্ব” শীর্ষক বক্তব্য প্রদান করেন। তিনি প্রত্যেক সদস্যের সামাজিক ও নৈতিক দায়িত্বের ওপর গুরুত্ব আরোপ করেন।
শেষ পর্বে আহমেদ আবু উবায়দাহ অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং সমাপনী বক্তব্য ও ইহতেসাব প্রদান করেন মাহমুদুল কাদির তফাদার।

এছাড়াও কনফারেন্সে চ্যাপ্টার অডিট, কুরআন ও হাদীস মুখস্থকরণ, এবং মুনা’র উদ্দেশ্য ও কার্যক্রম নিয়ে বই পাঠের সেশন অনুষ্ঠিত হয়।
আকবর উদ্দীন
কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট
মুনা ইস্ট জোন
আপনার মূল্যবান মতামত দিন: