ছবি : ফেসবুক থেকে
ইসলামিক সোসাইটি অব অরেঞ্জ কাউন্টিতে গত ১ নভেম্বর (শনিবার) ইসলামিক শুরা কাউন্সিল অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া তাদের ৩০ বছর পূর্তি উদযাপন করে। “Rooted in Legacy, Rising in Unity”—প্রতিপাদ্যে অনুষ্ঠানটি ছিল সংগঠনটির তিন দশকের ঐক্য, সেবা ও নেতৃত্বের এক অনন্য উদযাপন।


অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ওয়েস্ট জোন প্রেসিডেন্ট আশরাফ হোসেন আকবর এবং মুনা ওয়েস্ট জোনের সম্মানিত সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট বক্তা ইমাম সিরাজ ওয়াহহাজ (ইমাম, মসজিদ আত-তাকওয়া, নিউইয়র্ক), ড. জনাথন ব্রাউন (প্রফেসর, জর্জটাউন ইউনিভার্সিটি) এবং লায়লা আল-আরিয়ান (এমি ও পিবডি পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক)।
অনুষ্ঠান পরবর্তীতে অতিথিদের জন্য নৈশভোজ পরিবেশন করা হয় ।
মুনা ওয়েস্ট জোন প্রেসিডেন্ট আশরাফ হোসেন আকবর এবং মুনার সদস্যরা শুরা কাউন্সিলের নিরবচ্ছিন্ন প্রচেষ্টা ও অবদানের প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, সংগঠনটি ভবিষ্যতেও মুসলিম সংগঠনগুলোর মধ্যে সহযোগিতা, আন্তধর্মীয় সৌহার্দ্য এবং নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে নেতৃত্ব দিয়ে যাবে।
সোর্স : ফেসবুক
আপনার মূল্যবান মতামত দিন: