মিশিগানে মুনা নর্থ জোনের ২ দিনব্যাপী প্রশিক্ষণমূলক কর্মশালা

মুনা সাংগঠনিক ডেস্ক | ২১ অক্টোবর ২০২৫ ২০:৫৯

প্রধান অতিথি মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন প্রধান অতিথি মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা’র মিশিগান চ্যাপ্টারের আয়োজনে ওয়্যারেন শহরের ইসলামিক সেন্টারে ১৮ ও ১৯ অক্টোবর মুনা নর্থ জোনের প্রশিক্ষণমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্থানীয় ও জোনাল নেতৃবৃন্দ।

উপস্থিবৃন্দ

মুনা নর্থ জোনের প্রেসিডেন্ট নেছার উদ্দিন সিপিএ’র সভাপতিত্বে এবং সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার হোসেনের পরিচালনায় উক্ত কর্মশালাটির কার্যক্রম পরিচালিত হয়।

কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন নর্থ জোনের ট্রেইনিং সেক্রেটারি মোহাম্মদ হাবিবুর রহমান।

কর্মশালায় মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমদ আবু ওবায়দা দারসে কোরআন পেশ করেন। এছাড়াও, বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মুনার ন্যাশনাল ট্রেইনিং সেক্রেটারি হাফেজ আব্দুল্লাহ আরিফ।

মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমদ আবু ওবায়দা

প্রধান অতিথি ইমাম দেলোয়ার হোসাইন তাঁর বক্তব্যে বলেন, "আদর্শ মুসলিম পারিবারিক জীবন গঠনের জন্য স্বামী-স্ত্রী, পিতামাতা এবং সন্তানদের মধ্যে ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধাবোধ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের মধ্যে ইসলামী মূল্যবোধ ও অনুশীলন চর্চা করতে হবে, নিয়মিত দোয়া করতে হবে এবং কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে।"

কর্মশালায় অংশগ্রহণকারীরা ইসলামিক পারিবারিক জীবনের আদর্শ চর্চা, সন্তানদের ইসলামী শিক্ষা, এবং ইসলামী মূল্যবোধে জীবনযাপন নিয়ে গভীর আলোচনা করেন।

 

সোর্স : ফেসবুক



আপনার মূল্যবান মতামত দিন: