মুনা স্যান ফার্নান্ডো ভ্যালী চ্যাপ্টারের আয়োজনে কুরআন তাফসীর মাহফিল অনুষ্ঠিত

মুনা নিউজ ডেস্ক | ১৪ অক্টোবর ২০২৫ ১৭:৫০

ছবি : ফেসবুক থেকে ছবি : ফেসবুক থেকে

গত ১০ অক্টোবর (শুক্রবার) ক্যালিফোর্নিয়ার ইমাম বুখারী মসজিদে মুনা স্যান ফার্নান্ডো ভ্যালী চ্যাপ্টার একটি সফল তাফসীর মাহফিলের আয়োজন করেছে।

তাফসীর মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েখ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। তিনি কুরআন তিলাওয়াতের মাধ্যমে তার বক্তব্য শুরু করেন। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “এ ধরনের গুরুত্বপূর্ণ ধর্মীয় আয়োজনে অংশগ্রহণ করতে পেরে আমি আনন্দিত।” এরপর তিনি কুরআনের ১৩টি আয়াত নিয়ে তার বিস্তর আলোচনা রাখেন।

প্রধান অতিথির বক্তব্যের পর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আনিসুর রহমান গাজী। তিনি তাঁর আলোচনায় বলেন, “কুরআন হচ্ছে আলোর মত। এটি রাসূল (সা.) এর উপর নাযিল করা হয়েছে যেন তার উম্মাহ এর মাধ্যমে এর আলোতে জীবন পরিচালনা করতে পারে।” তিনি কুরআনের গুরুত্ব এবং এর আলোচনার মাধ্যমে মুসলিম উম্মাহর আধ্যাত্মিক উন্নতির উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

প্রসঙ্গত, মাহফিলে স্থানীয় নেতৃবৃন্দ, মুসুল্লিরা এবং মুসলিম কমিউনিটির সদস্যরা অংশ নেন।

 

সোর্স : ফেসবুক



আপনার মূল্যবান মতামত দিন: