
মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা - মুনা ব্রুকলিন ওয়েষ্ট চ্যাপ্টারের উদ্যোগে গত ৮ অক্টোবর (বুধবার) ব্রুকলিন ইসলামিক সেন্টারে একটি জেনারেল এডুকেশন সেশনের আয়োজন করা হয়।
বিকাল ৬টায় থেকে উক্ত সেশনটি শুরু হয় যার সভাপতিত্ব করেন ব্রুকলিন ওয়েষ্ট চ্যাপ্টার প্রেসিডেন্ট মজিবুর রহমান রিপন এবং পরিচালনার দায়িত্বে ছিলেন দাওয়াহ্ সেক্রেটারি নাসির উদ্দিন ভূঁইয়া। প্রধান অতিথি ছিলেন মুনা ন্যাশনাল অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আবু উবায়দা।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মুনা নিউইয়র্ক সাউথ জোন সেক্রেটারী একেএম সাইফুল আলম।
দাওয়াহ্ অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মাওলানা আফলাতুন কাওসারের কুরআন তিলাওয়াতের মাধ্যমে এডুকেশন সেশনের সূচনা হয়। এরপর উদ্বোধনী বক্তব্য পেশ করেন চ্যাপ্টার সেক্রেটারি মুহাম্মদ হেলাল উদ্দিন ।
রেজিস্ট্রেশন বিভাগ পরিচালনার দায়িত্বে ছিলেন বাইতুল মাল সেক্রেটারি ফাওয়াজ উদ্দিন ও বায়তুল মাল অ্যাসিসট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ শামসুল ইসলাম।
উক্ত জেনারেল এডুকেশন সেশনে দারসে কুরআন পেশ করেন মুনা ব্রুকলিন সাউথ জোন প্রেসিডেন্ট মাওলানা এমদাদ উল্লাহ। তিনি মুমিনের দৈনন্দিন জীবন কেমন হবে তা নিয়ে কুরআন ও হাদিসের আলোকে ব্যাপকভাবে আলোচনা করেন।
সেশনের বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্রুকলিন সাউথ জোন দাওয়াহ্ সেক্রেটারি ফজলে রাব্বি। তিনি বলেন, প্রত্যেক মুসলিমকে দুনিয়াতে দায়ীর ভুমিকা পালন করতে হবে, দায়ী হতে হলে সর্বপ্রথম জ্ঞান অর্জন করতে হবে ।
প্রধান অতিথি বিশিষ্ট ইসলামি চিন্তাবীদ, মুনা ন্যাশনাল অ্যাসিসট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আবু উবায়দা। তিনি কুরআন ও হাদিসের আলোকে ইসলামের রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর এহতেসাব ও দোয়া মাহফিলের মাধ্যমে এই জেনারেল এডুকেশন সেশনটি শেষ হয়।
সেশনের শেষে উপস্থিতবৃন্দের জন্য খাবারের ব্যবস্থা ছিল।
জাকির হোসাইন (সজল)
ব্রুকলিন ওয়েস্ট চ্যাপ্টার মিডিয়া ডিরেক্টর, নিউইয়র্ক
আপনার মূল্যবান মতামত দিন: