
৪ অক্টোবর (শনিবার) সিলভার স্প্রিং মুসলিম কমিউনিটি সেন্টারে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা’র ইস্ট জোনের রিজিওনাল শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এই সেমিনারে মেরিল্যান্ড, ভার্জিনিয়া, এবং ওয়াশিংটন ডিসি চ্যাপ্টারের সদস্যরা অংশগ্রহণ করেন।
সেমিনারের প্রধান অতিথি ছিলেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন, বিশেষ অতিথি ছিলেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আবু উবাইদা ও হাফেজ আব্দুল্লাহ আল আরিফ, মুনা ইস্ট জোনের সভাপতি মাহমুদুল কাদির তফাদার এবং সেক্রেটারি মুহাম্মাদ হুমায়ুন কবির।
মুনা ইস্ট জোনের সভাপতি মাহমুদুল কাদির তফাদার সেমিনারের সূচনা বক্তব্যে মুনা’র উদ্দেশ্য ও কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। এর পর মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আবু উবাইদা তার বক্তব্যে "আখিরাতের প্রস্তুতি" বিষয়ে আলোচনা করেন।
আহমেদ আবু উবাইদার বক্তব্যের পর প্রশ্নোত্তর পর্ব শুরু হয়, যা পরিচালনা করেন প্রধান অতিথি ইমাম দেলোয়ার হোসাইন এবং বিশেষ অতিথি হাফেজ আব্দুল্লাহ আল আরিফ।
নামাজ ও লাঞ্চ বিরতির পর ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর হাফেজ আব্দুল্লাহ আল আরিফ ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে প্রত্যেকের প্রতিশ্রুতি ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন।
পরে, প্রধান অতিথি ইমাম দেলোয়ার হোসাইন তার মূল্যবান বক্তব্য প্রদান করেন, যেখানে তিনি মুসলিম উম্মাহর একতা এবং কর্মীদের দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন।
সমাপনী বক্তব্যে মুনা ইস্ট জোনের সেক্রেটারি মুহাম্মাদ হুমায়ুন কবির আত্মসমালোচনামূলক আলোচনা করেন এবং সেমিনারের গুরুত্ব পুনঃর্ব্যক্ত করেন।
প্রসঙ্গত, এদিন নামাজ বিরতির পূর্বে চ্যাপ্টার এক্সিকিউটিভ কমিটি, সাব চ্যাপ্টার প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং ট্রেজারারদের মিটিং অনুষ্ঠিত হয়। এরপর ন্যাশনাল টিমের একটি মিটিংও হয়।
আকবর উদ্দীন
কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট
মুনা ইস্ট জোন
আপনার মূল্যবান মতামত দিন: