
৫ অক্টোবর (রবিবার) সাউথ জার্সি মুনা সেন্টারের মসজিদ আস-সালামে মুনা ইস্ট জোনের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ রিজিওনাল শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে নিউ জার্সি সাউথ, নিউ জার্সি সেন্টার, আটলান্টিক চ্যাপ্টার, পেনিসিলভেনিয়া সাউথ ও নর্থ এবং ডেলাওয়্যার চ্যাপ্টার চ্যাপ্টারের প্রায় ২০০ জন সদস্য অংশগ্রহণ করেন।
সেমিনারের সূচনা বক্তব্য রাখেন মুনা ইস্ট জোনের প্রেসিডেন্ট মাহমুদুল কাদের তফাদার।
বিশেষ অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন মুনা’র ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর আহমেদ আবু উবাইদা এবং আব্দুল্লাহ আল আরিফ। আহমেদ আবু উবাইদা দারসে কুরআন পেশ করেন এবং আখিরাতের জন্য নিজেদের প্রস্তুত করার গুরুত্ব তুলে ধরেন।
আব্দুল্লাহ আল আরিফ তার বক্তব্যে সদস্যদের প্রতিশ্রুতি ও দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, “প্রত্যেক কর্মীকে তার দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে এবং তার কাজের প্রতি পূর্ণ নিষ্ঠা প্রদর্শন করতে হবে।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন। তিনি তার বক্তব্যে মুনা’র উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কর্মীদের মধ্যে একতা ও ঐক্যের গুরুত্ব তুলে ধরেন।
সেমিনারের সমাপনী বক্তব্য দেন মুনা ইস্ট জোনের সেক্রেটারি মুহাম্মাদ হুমায়ুন কবির। তিনি সকল অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান এবং সেমিনারের গুরুত্ব তুলে ধরেন।
সেমিনার শেষে উপস্থিত নেতৃবৃন্দ এবং অংশগ্রহণকারী সদস্যদের জন্য নাস্তার আয়োজন করা হয়।
আকবর উদ্দীন
কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট
মুনা ইস্ট জোন
আপনার মূল্যবান মতামত দিন: