হলিউড মসজিদে জমজমাটভাবে অনুষ্ঠিত হল “ফ্যামিলি নাইট”

মুনা সাংগঠনিক ডেস্ক | ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪১

উস্তাদ আবু সামিহাহ সিরাজুল ইসলাম উস্তাদ আবু সামিহাহ সিরাজুল ইসলাম

গত ২৭ সেপ্টেম্বর, শনিবার হলিউড মসজিদে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা - মুনা’র ওয়েস্ট জোনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ফ্যামিলি নাইট” প্রোগ্রাম।

অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ইসলামী আলোচক উস্তাদ আবু সামিহাহ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা’র ন্যাশনাল ইয়্যুথ ডিরেক্টর মাহমুদুল হাসান।

অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন জোনাল ইয়্যুথ ডিরেক্টর মুশফিকুর রহমান।

আলোচনা পর্ব দুইটি পৃথক সেশনে বিভক্ত ছিল। প্রথম সেশনে উস্তাদ আবু সামিহাহ সিরাজুল ইসলাম মুনা ইয়্যুথ ও ইয়াং সিস্টার্সদের সাথে একটি বিশেষ প্যারালাল সেশনে অংশগ্রহণ করেন, যেখানে তরুণদের দ্বীনি চেতনা জাগ্রত করার জন্য প্রেরণাদায়ক আলোচনা হয়।

উপস্থিতবৃন্দের একাংশ

দ্বিতীয় সেশনে উপস্থিত সকল ভাই-বোনদের পক্ষ থেকে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করা হয় এবং উস্তাদ কুরআন ও সুন্নাহ’র আলোকে তার সুনির্দিষ্ট উত্তর প্রদান করেন।

“ফ‍্যমিলি নাইট” প্রোগ্রামের বিশেষ আয়োজন ছিল মুনা ইয়্যুথ অ্যান্ড ইয়াং সিস্টার্স প্যরালাল সেশন উইথ উস্তাদ আবু সামিহা সিরাজ

প্রোগ্রামে স্থানীয় বাঙালি কমিউনিটির প্রায় শতাধিক ভাই-বোনের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে করে তোলে আরও প্রাণবন্ত ও অর্থবহ।

আলোচনা শেষে সকলের জন্য আয়োজন করা হয় সুস্বাদু ডিনারের, যা অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।

 

সোর্স : ফেসবুক



আপনার মূল্যবান মতামত দিন: