মিশিগানে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কুরআন কনফারেন্স ‘লাইট আপন লাইট ২০২৫’

মুনা সাংগঠনিক ডেস্ক | ১৪ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৭

ছবি: ইসলামিক গান পরিবেশন করছেন রেনেসাঁর সদস্যবৃন্দরা ছবি: ইসলামিক গান পরিবেশন করছেন রেনেসাঁর সদস্যবৃন্দরা

মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা-মুনা’র মিশিগান চ্যাপ্টারের উদ্যোগে ১৩ সেপ্টেম্বর প্রথমবারের মতো আয়োজিত হয় কুরআন কনফারেন্স লাইট আপন লাইট ২০২৫’। ইকরা একাডেমি দ্বারা পরিচালিত এই বিশেষ অনুষ্ঠান অংশগ্রহণকারীদের উপস্থিতিতে হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত।

কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি তিলাওয়াত শিল্পী ও ক্বারী শায়খ আহমদ বিন ইউসুফ আল-আজহারী। এছাড়াও উপস্থিত ছিলেন খ্যাতনামা ক্বারী ও শায়খ শেখ মাগদী বদর, ইমাম আবদুল বাসিত এবং ইকরার একাডেমির ডেভেলপমেন্ট ডিরেক্টর উস্তাদ রিদোয়ান রফিক।

অনুষ্ঠানটি সন্ধ্যা ৭:৩০ থেকে শুরু হয়। কনফারেন্সের মূল লক্ষ্য ছিল কুরআন তিলাওয়াত ও ইসলামী শিক্ষার মাধ্যমে আধ্যাত্মিক উন্নয়ন। অংশগ্রহণকারীরা অনুপ্রেরণামূলক পরিবেশে কুরআন সম্পর্কিত আলোচনা ও শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পান।

বিশেষ আকর্ষণ হিসেবে কনফারেন্সে রেনেসাঁর ইসলামিক গান আয়োজন করা হয়, যা আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ ও মনোমুগ্ধকর করে তোলে।

মিশিগান কমিউনিটিতে এই কনফারেন্স কুরআন শিক্ষার প্রচার এবং আধ্যাত্মিক উন্নয়নের ক্ষেত্রে এক অনন্য অভিজ্ঞতা হিসেবে প্রতিপন্ন হয়েছে।

 

সোর্স: সোশ্যাল মিডিয়া



আপনার মূল্যবান মতামত দিন: