
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) নিউজার্সি নর্থ চ্যাপ্টারের উদ্যোগে পথচারী ও কমিউনিটি পিপলদের মাঝে বিনামূল্যে পানি উপহার প্রদান অনুষ্ঠিত হয় গত ১১ আগস্ট, সোমবার মুনা প্যাটারসন সেন্টারের মসজিদ আদম চত্বরে।
মুনা সোস্যাল সার্ভিসের একদল স্বেচ্ছাসেবী তীব্র গরমে পিপাষার্ত পথচারী ও সাধারণ মানুষদের মাঝে এই সুপেয় পানি বিতরণ করেন।
এই ধারাবাহিকতায় একই স্থানে গত ১৫ আগস্ট শুক্রবার থেকে সাতদিন ব্যাপী ব্লাড ড্রাইভের আয়োজন করা হয়। যেখানে প্রাপ্ত বয়স্ক ও সুস্থ-সবল মানুষদের কাছে থেকে জরুরি রোগীদের জন্য স্বেচ্ছায় ব্লাড, প্লাটিলেট ও প্লাজমা সংগ্রহ করা হয়।
রক্তদাতাদের পর্যাপ্ত পানি পান করানো, প্রয়োজনীয় আপ্যায়ন ও ১০০০ ডলার বিজয়ের র্যাফেল টিকিট -এর ব্যবস্থাও রাখা হয়। রক্ত সংগ্রহ করেন মুনা সোস্যাল সার্ভিস বিভাগের একদল প্রশিক্ষিত মেডিক্যাল সহকারী।
আয়োজকগণ জানান, সোস্যাল সার্ভিস ডিপার্টমেন্টের এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তথ্যসূত্র: সোস্যাল মিডিয়া
আপনার মূল্যবান মতামত দিন: