
গত ১৯ ও ২০ জুলাই ২০২৫ তারিখে ফ্লোরিডার মসজিদ উম্মে হানিতে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) ফ্লোরিডা সাউথ চ্যাপ্টারের উদ্যোগে দুইদিনব্যাপী এক বর্ণাঢ্য এডুকেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনার ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ও আল-কুরআন দাওয়াহ সেন্টারের চেয়ারম্যান প্রফেসর ড. রুহুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন মুনা সাউথ জোনের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন চ্যাপ্টার প্রেসিডেন্ট ইমাম নুরুল আমিন।
প্রথম দিনের কার্যক্রম শুরু হয় ইমাম নুরুল আমিনের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে। ড. রুহুল আমিন সুরা আলে-ইমরানের ১৫৯-১৬০ নং আয়াত থেকে দারস উপস্থাপন করেন এবং একজন দায়ী ইলাল্লাহর গুণাবলি ও রাসুল (সা.) এর চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন।
এরপর “আল্লাহর ভালোবাসা” বিষয়ক আলোচনা পেশ করেন প্রফেসর নজরুল ইসলাম। দিনটির অন্যান্য কার্যক্রমে ছিল মুনার সংগঠন কাঠামো উন্নয়ন বিষয়ক সেশন যেখানে ড. রুহুল আমিন সাংগঠনিক স্ট্রাকচার কীভাবে মজবুত করতে হয় এবং একটি আদর্শ সাব-চ্যাপ্টার গড়তে হয় এই বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন। এছাড়া ছিলো পবিত্র আল-কুরআনের আয়াত মুখস্থকরণ এবং ইসলামী নাশিদ পরিবেশনা। প্রথম দিনের অনুষ্ঠান সঞ্চালন করেন চ্যাপ্টার সেক্রেটারী ওয়াশির রহমান এবং নাশিদ পরিবেশন করেন ওয়েস্ট পাম বিচ সাব-চ্যাপ্টার সভাপতি নূরুল ইসলাম।
দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয় জনাব গোলাম মোস্তফার মহাগ্রন্থ আল-কুরআন তিলাওয়াতের মাধ্যমে। হাদীসের দারস পেশ করেন প্রফেসর ড. রুহুল আমিন। সংগঠনের মানোন্নয়ন নিয়ে প্রফেসর নজরুল ইসলামের বিশ্লেষণধর্মী আলোচনা ছিল উল্লেখযোগ্য।
এ দিনের বিশেষ সেশন ছিলো “সত্যের সাক্ষ্য” বই নিয়ে গ্রুপ আলোচনা। ড. রুহুল আমিন তার সমাপনী বক্তব্যে সাহাবায়ে কিরামের জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে ব্যক্তিগত জীবনে ইসলামী আদর্শ বাস্তবায়নের উদাহরণ পেশ করে বিস্তৃত আলোচনা করেন। ক্যাম্পের কার্যক্রম শেষ হয় প্রফেসর নজরুল ইসলামের দোয়া ও মোনাজাতের মাধ্যমে।
নূরুল ইসলাম
সভাপতি, ফ্লোরিডা ওয়েস্ট পাম বিচ সাব-চ্যাপ্টার
আপনার মূল্যবান মতামত দিন: