
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) কানেক্টিকাট চ্যাপ্টারের উদ্যোগে 'আমাদের চট্টগ্রাম অব কানেক্টিকাট'-এর ব্যানারে আয়োজিত জমজমাট মেজ্জানে ব্যাপক দাওয়াহ কার্যক্রম পরিচালিত হয়। মেজ্জানে মুনা ন্যাশনাল ঘোষিত 'দাওয়াহ পক্ষ' উপলক্ষ্যে স্বতস্ফূর্ত প্রচারণা চালানো হয়।
কানেক্টিকাটের ব্রিজপোর্টের সি-সাইড পার্কে গত সপ্তাহান্তে অনুষ্ঠিত উক্ত মেজ্জানে অংশ নেয় প্রায় ছয় হাজারের মতো অতিথি। মেজ্জানে মুনার কানেকটিকাট চ্যাপ্টারের দাওয়াহ ডিরেক্টর মাহরুফ হোসাইনের সহযোগিতায় আসন্ন মুনা কনভেনশন ২০২৫ এর প্রচারণা, বিনামূল্যে বাংলা-ইংরেজি কুরআন উপহার প্রদানসহ মুনার বিভিন্ন রকমের দাওয়াতি সামগ্রী বিতরণ করা হয় ।
অনুষ্ঠানে আগতরা বিপুল আগ্রহে এসব উপহার ও দাওয়াতি সামগ্রী গ্রহণ করেন। তারা মুনা কনভেনশনের ব্যাপারে বিপুল উৎসাহ দেখান এবং এর সাফল্য কামনা করেন।
আকবর উদ্দিন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট
আপনার মূল্যবান মতামত দিন: