
বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা)।
মঙ্গলবার (২২ জুলাই) এক যৌথ শোকবার্তায় মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন ও ন্যাশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান চৌধুরী, সিপিএ বলেন, “সোমবার বাংলাদেশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে স্কুল ভবনে আছড়ে পড়ার হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও উদ্বিগ্ন। দূর্ঘটনায় বিমানের পাইলট, স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং কোমলমতি ছাত্রছাত্রীদের যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শোক জানানোর ভাষা আমাদের জানা নেই। ফুলের মতো নিষ্পাপ প্রাণগুলোর আর্তনাদ আমাদের স্তব্ধ ও বিহ্বল করে দিয়েছে।”
নেতৃবৃন্দ বলেন, “ মহান প্রভূর কাছে আমরা নিহতদের শহীদী মর্যাদা ও তাদের বিদেহি আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।”
মুনা নেতারা আরও বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমরা মুনার সকল পর্যায়ের জনশক্তি ও দায়িত্বশীলদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি- তারা যেন দোয়া মাহফিল আয়োজন করেন এবং প্রতিটি মসজিদে আহতদের আরোগ্য কামনায় বিশেষ মুনাযাত করেন।”
আনিসুর রহমান গাজী
ন্যাশনাল ডাইরেক্টর
মুনা ন্যাশনাল মিডিয়া ডিপার্টমেন্ট
(প্রেস বিজ্ঞপ্তি)
আপনার মূল্যবান মতামত দিন: