রেনেসাঁ কালচারাল গ্রুপের পিকনিকে প্রাণের উচ্ছ্বাস ও সাংস্কৃতিক ছোঁয়া

মুনা সাংগঠনিক ডেস্ক | ১৮ জুলাই ২০২৫ ২২:২৫

পিকনিকের গ্রুপ ছবি। ছবি : রেনেসাঁ পিকনিকের গ্রুপ ছবি। ছবি : রেনেসাঁ

রেনেসাঁ কালচারাল গ্রুপ অফ মিশিগানের উদ্যোগে ১৭ জুলাই মিশিগানের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা Port Huron City-তে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর পিকনিক।

মজাদার খাবার আয়োজন

রেনেসাঁ পরিচালক শিল্পী শফিকুল ইসলাম রুবেল এর পরিচালনা এবং সহকারী পরিচালক সোলেমান আল মাহমুদের ব্যবস্থাপনায় উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা নর্থ জোনের মিডিয়া ও কালচারাল ডিরেক্টর সাহেদুল ইসলাম।

সবার অংশগ্রহণে খেলাধুলা

নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যুক্তরাষ্ট্র ও কানাডার সীমান্তবর্তী এই লেকে শিল্পীদের প্রাণবন্ত সংগীত পরিবেশনায় পুরো আয়োজনটি ছিল অত্যন্ত উপভোগ্য।

পিকনিকে ছিল সুস্বাদু খাবার, নানা ধরণের খেলাধুলার আয়োজন, এবং লেকের ঢেউয়ের সাথে সাঁতার কাটার আনন্দঘন অভিজ্ঞতার সমাহার, যা অংশগ্রহণকারীদের জন্য স্মরণীয় একটি দিন উপহার দিয়েছে।

 

 

প্রেস রিলিজ



আপনার মূল্যবান মতামত দিন: