অনুষ্ঠিত হলো মুনা হলিউড চ্যাপ্টারের “সামার ফ্রুট ফেস্টিভাল ২০২৫”

মুনা সাংগঠনিক ডেস্ক | ১৭ জুলাই ২০২৫ ১২:৩১

ফ্রুট ফেস্টিভালের অতিথিবৃন্দ। ছবি : মুনা ফ্রুট ফেস্টিভালের অতিথিবৃন্দ। ছবি : মুনা

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) হলিউড চ্যাপ্টারের আয়োজনে অনুষ্ঠিত হলো “সামার ফ্রুট ফেস্টিভাল ২০২৫”। ১৩ জুন, রবিবার হলিউড মসজিদ প্রাঙ্গনে গ্রীষ্মকালীন ফলের সমাহারে আয়োজনটি ছিলো অত্যন্ত প্রাণবন্ত ও সম্প্রীতিমুখর।

সারি সারি ফলের সমাহার

এক মনোরম পরিবেশে আয়োজিত হয় ফ্রুট ফেস্টিভালটিতে অভ্যাগতদের আম, লিচু, স্ট্রবেরি, তরমুজ, বাঙ্গি, বেরি ও অন্যান্য মৌসুমি ফল পরিবেশন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ওয়েস্ট জোন ও হলিউড চ্যাপ্টার দায়িত্বশীলবৃন্দ। চ্যাপ্টার স্বেচ্ছাসেবিদের ব্যবস্থাপনায় আয়োজনটির সার্বিক শৃঙ্খলা ও কমিউনিটি সদস্যদের সপরিবারে উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।

উপস্থিতি ও পারিবারিক মিলনমেলা

আয়োজকরা জানান, এ ধরনের অনুষ্ঠান শুধু বিনোদনের জন্য নয়, বরং সামাজিক সম্প্রীতি ও স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুনার এ আয়োজন স্থানীয় প্রবাসী বাংলাদেশি ও মুসলিম কমিউনিটির মধ্যে সংহতি বজায় রাখার একটি চমৎকার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

 


সূত্র : সামজিক মাধ্যম



আপনার মূল্যবান মতামত দিন: