
মননশীল সংস্কৃতির প্রতীক রেনেসাঁ কালচারাল গ্রুপ মিশিগানের উদ্যোগে শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রীতি সভা ও বৈঠক। ১৫ জুলাই, মঙ্গলবারের উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড কালচারাল ডিরেক্টর আনিসুর রহমান গাজী।
প্রীতি সভায় সভাপতিত্ব করেন রেনেসাঁর পরিচালক শিল্পী শফিকুল ইসলাম রুবেল ও সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক সুলায়মান আল মাহমুদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দ্বীনের পথে শিল্পীদেরকে নিজেদের সৃজনশীলতার সর্বোচ্চ প্রয়োগের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা নর্থ জোন মিডিয়া অ্যান্ড কালচারাল ডিরেক্টর সাহেদুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শিল্পী ইয়াসিন রাহিন, কোষাধ্যক্ষ শিল্পী কয়েছ আহমেদসহ রেনেসাঁর শিল্পীবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি
রেনেসাঁ কালচারাল গ্রুপ
আপনার মূল্যবান মতামত দিন: