'ইকনা কনভেনশন ২০২৫’ এ মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট -এর যোগদান

মুনা সাংগঠনিক ডেস্ক | ২৫ মে ২০২৫ ২৩:১৯

মেরিল্যাণ্ড রাজ্যের বাল্টিমোর কনভেনশন সেন্টারে 'ইকনা কনভেনশন ২০২৫’ -এ বক্তব্য দিচ্ছেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন  মেরিল্যাণ্ড রাজ্যের বাল্টিমোর কনভেনশন সেন্টারে 'ইকনা কনভেনশন ২০২৫’ -এ বক্তব্য দিচ্ছেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন

২৪-২৬ জুলাই, মেরিল্যাণ্ড রাজ্যের বাল্টিমোর কনভেনশন সেন্টার -এ অনুষ্ঠিত হচ্ছে ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা –ইকনা এর তিনদিন ব্যাপী ৫০ তম কনভেশন। ইকনা’র কনভেনশনে যোগ দেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা – মুনা’র ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ইকনা’র এবারের কনভেনশনের থিম ”বিশ্বাসের উপর দৃঢ় পরিচয় নিয়ে দাড়াও”। প্রায় শতাধিক আলোচক এই কনভেনশনে অংশ নেন। শায়খ ওয়ালিদ বাসউনি, সামি হামদি, শাওন কিং, শায়খ সুলাইমান হানি, ইমাম সিরাজ ওয়াহহাজ সহ নর্থ আমেরিকার খ্যাতিমান ইসলামিক স্কলারগন এবারের কনভেনশনে আলোচনা করেন।

ইকনা কনভেনশনে মুনা’র পক্ষ থেকে বক্তৃতা করেন ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন। ন্যাশনাল প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, সকল মুসলিমকে ঈমান বাঁচাতে ৪ টি কাজ থেকে দুরে থাকতে হবে, সেগুলো হল- শিরক, অহংকার, সন্দেহ এবং মুনাফেকি। ন্যাশনাল প্রেসিডেন্ট তাঁর বক্তব্য শেষে উপস্থিত সকলকে ’মুনা কনভেনশন-২০২৫’ এ যোগ দিতে আমন্ত্রন জানান।

কনভেনশনে প্রায় শতাধিক প্যারালাল সেশনে বাংলা, উর্দু ও আরবিতেও বক্তৃতা দেন অনেকে। ইকনা কনভেনশনে মুনা’র দৃষ্টিনন্দন স্টলে মানুষের পদচারনা ছিল লক্ষণীয়। এছাড়া কনভেনশনের অন্যান্য স্টলেও আগত অতিথিদের পদচারনা ছিল চোখে পড়ার মত।

প্রায় ৩০ হাজার মানুষ উপস্থিতিতে আমেরিকার সর্ববৃহৎ কনভেনশনগুলোর একটি ’ইকনা কনভেনশন ২০২৫’ এর আয়োজন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: