
পারিবারিক বন্ধন, ইসলামী শিক্ষা এবং দাওয়াহ কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা সিটিলাইন চ্যাপ্টার এর উদ্যোগে উদযাপিত হয়েছে জমজমাট ফ্যামিলি নাইট।
গত ২৫শে এপ্রিল, শুক্রবার বাদ মাগরিব মুনা সেন্টার অব নিউ ইয়র্কে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সিটিলাইন চ্যাপ্টার সেক্রেটারি মোহাম্মদ আকরামুল হক। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে। অনুষ্ঠানে 'ইয়ুথদের জীবন পরিচালনায় দ্বীন চর্চার গুরুত্ব' বিষয়ে আলোকপাত করেন মুনা ইয়ুথ নিউইয়র্ক সাউথ জোনের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মোসাব্বিহ তানভীর।
ফ্যামিলি নাইটে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা নিউ ইয়র্ক সাউথ জোন প্রেসিডেন্ট মাওলানা ইমদাদ উল্লাহ। প্রধান অতিথি তার বক্তৃতায় যুবকদের নৈতিক মান উন্নয়নে মহানবী রাসূল (সাঃ) এর আদর্শ অনুসরণের আহ্বান জানান।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন মুনা সিটিলাইন চ্যাপ্টার সভাপতি মাওলানা রুহুল আম্বিয়া সুমন। আলোচনার পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে পারস্পরিক মতবিনিময়, দোয়া এবং সামাজিক বন্ধন দৃঢ় করার নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সবাই ডিনার উপভোগ করেন।
সালাহউদ্দিন মো: রাসেল
নিউ ইয়র্ক
আপনার মূল্যবান মতামত দিন: