
অনুষ্ঠিত হলো মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) ব্রুকলিন ইস্ট মেইল চ্যাপ্টার এর এডুকেশন সেশন ২০২৫। গত ২২শে এপ্রিল, মঙ্গলবার ব্রুকলিন এর বায়তুল মামুর অডিটোরিয়ামে স্থানীয় সময় বিকাল ৬ঃ৩০টা থেকে রাত ৯ঃ৩০ পর্যন্ত অনুষ্ঠিত এ ওয়ার্কশপে চ্যাপ্টারের মেম্বার ও এসোসিয়েট মেম্বারগণ অংশগ্রহণ করেন।
চ্যাপ্টার প্রেসিডেন্ট মাওলানা মোতাসিম বিল্লাহর পরিচালনায় সেশনের শুরুতে 'মুমিনদের অর্জনীয় গুনাবলী' বিষয়ে মহাগ্রন্থ আল-কুরআন থেকে দারস পেশ করেন মুনা ন্যাশনাল সোশ্যাল ডিরেক্টর মাওলানা শাফায়েত হোসেন সাফা।
উক্ত এডুকেশন সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ও কুরআন একাডেমি ফর ইয়ঙ স্কলার্স-এর প্রধান পরিচালক শায়খ আহমেদ আবু উবায়দা। প্রধান অতিথি তাঁর 'দ্বীনি সংগঠন পরিচালনায় দায়িত্বশীলদের ভূমিকা' শীর্ষক আলোচনায় সংগঠনের আনুগত্য ও কর্মপন্হা বিষয়ে একনিষ্ঠ চর্চার উপর গুরুত্বারোপ করেন।
উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মুনা নিউইয়র্ক সাউথ জোনের এডুকেশন ডিরেক্টর মোহাম্মাদ বেলাল উদ্দিন, সোশ্যাল ডিরেক্টর ড. জাহাঙ্গীর কবীর এবং কালচারাল ডিরেক্টর সালাহউদ্দিন রাসেল।
এডুকেশন সেশনের বিরতিতে আছর, মাগরিব ও এশার সালাত জামায়াতে আদায় করা হয় এবং অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীগণ ডিনার উপভোগ করেন।
সালাউদ্দিন মো: রাসেল, ব্রুকলিন
আপনার মূল্যবান মতামত দিন: