সফলভাবে অনুষ্ঠিত হলো মুনা ইস্ট জোনের এডুকেশন ওয়ার্কশপ ২০২৫

মুনা সাংগঠনিক ডেস্ক | ২৫ এপ্রিল ২০২৫ ০৬:০০

প্রধান অতিথি, মুনা ইস্ট জোন এডুকেশন ওয়ার্কশপ ২০২৫। ছবি : মুনা প্রধান অতিথি, মুনা ইস্ট জোন এডুকেশন ওয়ার্কশপ ২০২৫। ছবি : মুনা

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা ইস্ট জোনের এডুকেশন ওয়ার্কশপ ২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হলো গত ২০ এপ্রিল রবিবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুনা ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসাইন। প্রধান অতিথি তার বক্তব্যে ওয়ার্কশপে অংশগ্রহণকারীদের কমিউনিটিকে নেতৃত্ব প্রদানে শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তিনি উপস্থিত প্রত্যেককে কুরআন, হাদীস ও ইসলামী সাহিত্যের নিয়মিত পাঠাভ্যাস, সময়মতো স্বচ্ছ রিপোর্টিং, শক্তিশালী আন্ত-যোগাযোগ ও আল্লাহর পথে অর্থ ব্যয়ের চর্চা ও সাংগঠনিক মানোন্নয়নের প্রতি মনোনিবেশ করার আহ্বান জানান।

মুনা ইস্ট জোন এডুকেশন ডিরেক্টর ব্রাদার ইব্রাহিম খলিল এর পরিচালনায় দিনব্যাপী এই ওয়ার্কশপ উদ্বোধন করেন মুনা ইস্ট জোন সেক্রেটারি ব্রাদার হুমায়ুন কবির।

বিশেষ অতিথি আব্দুল্লাহ আল-আরিফ ও মাহমুদুল কাদির তফাদার

বিশেষ অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন মুনা ন্যাশনাল অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর ব্রাদার আব্দুল্লাহ আল-আরিফ ও ইস্ট জোন প্রেসিডেন্ট ব্রাদার মাহমুদুল কাদির তফাদার।

ওয়ার্কশপে দারসুল কুরআন তৈরির পদ্ধতি, নির্বাচিত আয়াত ও হাদিস মুখস্তকরণে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। বিশেষ আলোচনা হয় মাওলানা মতিউর রহমান নিজামী রচিত 'ইসলামী আন্দোলন ও সংগঠন' বইয়ের উপর ।

মুনা ইস্ট জোন এডুকেশন ডিরেক্টর ও সেক্রেটারি

এর শেষ পর্বে অনুষ্ঠিত হয় ইহতেসাব তথা আত্মমূল্যায়ন এবং বিশেষ দোয়া-মোনাযাত। দায়িত্বশীলগনের প্রত্যাশা, সফলভাবে সমাপ্ত হওয়া ওয়ার্কশপটি অংশগ্রহণকারীদের ব্যক্তিগত উন্নয়ন, আত্মিক শৃঙ্খলা এবং সংগঠনিক উৎকর্ষ সাধনে অনুপ্রেরণা যোগাবে।

 

 

আকবর উদ্দিন
মুনা ইস্ট জোন
কমিউনিকশেন, মিডিয়া অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট



আপনার মূল্যবান মতামত দিন: