
স্থানীয় কমিউনিটির দুই শতাধিক সদস্যের অংশগ্রহণে মুনা সেন্টার অফ আপার ডারবিতে অনুষ্ঠিত হয়ে গেলো পুনর্মিলনী ও ফ্যামিলি নাইট। মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা আপার ডারবি চ্যাপ্টারের উদ্যোগে গত ৭ এপ্রিল সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় এই মনোজ্ঞ আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা জোনাল এডুকেশন ডিরেক্টর ইব্রাহিম খলিল। প্রধান অতিথি তার বক্তব্যে মুনার পাঁচ দফা কর্মসূচি তুলে ধরেন এবং পবিত্র মাহে রমাদানে অর্জিত তাকওয়ার শিক্ষাকে পুরো বছর জুড়ে চর্চার উপর গুরুত্বারোপ করেন।
মুনা আপার ডারবি চ্যাপ্টার প্রেসিডেন্ট বেলাল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ব্রাদার হাসান। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আদিল আব্দুল্লাহ।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন আটলান্টিক কালচারাল গ্রুপের সদস্যরা। অনুষ্ঠানে শিল্পী ইব্রাহিম খলিল, সাইফ উদ্দিন রাসেল, হাফিজুর রহমান ও আদিল আব্দুল্লাহর পরিবেশিত নাশিদ ও ঈদের গান উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
বিশেষ দোয়া ও মুনাযাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হলে সবাই সুস্বাদু পিজ্জা ডিনার উপভোগ করেন।
আকবর উদ্দিন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশন, মিডিয়া অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট
আপনার মূল্যবান মতামত দিন: