
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা ইস্ট জোনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ভার্চুয়ালি জুম প্ল্যাটফর্মে আয়োজিত এ অনুষ্ঠানে ইস্ট জোনের দায়িত্বশীল ও কমিউনিটি সদস্যরা উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মুনা ইস্ট জোন কমিউনিকেশন, মিডিয়া ও কালচারাল ডিপার্টমেন্ট ডিরেক্টর আকবর উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন মুনা ইস্ট জোন প্রেসিডেন্ট মাহমুদুল কাদের তফাদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুনা ন্যাশনাল জাস্টিস অ্যান্ড হিউম্যান ডিগনিটি ডিপার্টমেন্ট ডিরেক্টর জিয়াউল ইসলাম শামীম। তিনি ঈদের তাৎপর্য ও মুসলিম উম্মাহর ঐক্যের গুরুত্ব নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ ঈদ প্রোমোশনাল ভিডিও প্রদর্শন করেন মুনা ইয়ুথ সিটি চ্যাপ্টারের দাওয়াহ ডিরেক্টর তাওহিদ উদ্দিন।
সাংস্কৃতিক পরিবেশনায় কবিতা আবৃত্তি করেন উম্মাহ কালচারাল গ্রুপের পরিচালক মোহাম্মদ নূরুল আনোয়ার। নাশিদ পরিবেশন করেন মুনা ইস্ট জোনের ভাইস প্রেসিডেন্ট ও আটলান্টিক কালচারাল গ্রুপের সদস্য ফারুক আহমেদ এবং তাজুল ইসলাম শাকের।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশু শিল্পীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, কবিতা, নাশিদ ও নাটক। এ ছাড়া আটলান্টিক কালচারাল গ্রুপের পরিচালক ইব্রাহিম খলিল একটি বিশেষভাবে নির্মিত গানের ভিডিও প্রদর্শন করেন। ফটোগ্রাফির দায়িত্ব পালন করেন আবদুর রহিম।
অনুষ্ঠানের শেষাংশে মুনা ইস্ট জোন সেক্রেটারি হুমায়ুন কবির চৌধুরী সমাপনী বক্তব্য রাখেন এবং বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
আকবর উদ্দিন
মুনা ইস্ট জোন
কমিউনিকেশন, মিডিয়া ও কালচারাল ডিপার্টমেন্ট
আপনার মূল্যবান মতামত দিন: