প্রবাসী শিল্পীদের নিয়ে রেনেসাঁর ইফতার মাহফিল

মুনা সাংগঠনিক ডেস্ক | ২৩ মার্চ ২০২৫ ২২:৩০

রেনেসাঁর ইফতার মাহফিল । ছবি : মুনা রেনেসাঁর ইফতার মাহফিল । ছবি : মুনা

যুক্তরাষ্ট্রের মিশিগানে রেনেসাঁ কালচারাল গ্রুপের উদ্যোগে পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইফতার মাহফিল ও গাজাবাসীর জন্য দোয়া অনুষ্ঠান গত ২২ মার্চ, শনিবার অনুষ্ঠিত হয়।

রেনেসাঁর ডিরেক্টর শফিকুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুলায়মান আল মাহমুদের উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুসলিম উম্মাহ অব নর্থ আমেরিকা মুনা নর্থ জোনের মিডিয়া অ্যান্ড কালচারাল ডিরেক্টর সাহেদুল ইসলাম।

আলোচকগণ বলেন, পবিত্র মাহে রমাদান রহমত, বরকত, সৌভাগ্য, সংযম, আত্মশুদ্ধি, ধৈর্য এবং মানুষের সঙ্গে সহানুভূতি বিনিময়ের মাস। বিশেষ করে এ মাসে পবিত্র কুরআন নাজিল হওয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এ মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। তাঁরা গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলি সামরিক আগ্রাসন পুনরায় শুরুর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে গাজাবাসীর জন্য সাহায্য প্রার্থনা করেন।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রেনেসাঁর পেট্রন আনোয়ার হোসাইন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইয়াছিন রাহিন, ফর্মার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হাফেজ মিনহাজ আহমেদ, ফিনেন্সিয়াল ডিরেক্টর মাওলানা কয়েছ আহমেদ, ভয়েজ আর্টিস্ট শামীম আহাম্মদ, সোস্যাল ওয়ার্কার ফরিদ আহমদ শিপলু, মুজাম্মিল হোসাইন, আরিফ রিদওয়ান ফরহাদ, রায়হানুল ইসলাম, অ্যাক্টর ছিদ্দিকুর রহমান, রায়হান হক, আল আমিন খাঁন, আবু বকর, মাহের শামীম, সৈয়দ মুহাম্মদ হুসাইন, শাহ জুয়েল, কাউসার আহমদ, মাহবুবুল হাসান মাহফুজ, রেদওয়ান আহমেদ, সাইমুম, জিল্লুর রহমান প্রমুখ শিল্পীবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: