মুনা ব্রুকলিন ওয়েস্ট ও সাউথ চ্যাপ্টারের উদ্যোগে কিয়ামুল লাইল অনুষ্ঠিত

Shojon Jahir | ২৩ মার্চ ২০২৫ ০২:১৪

কিয়ামুল লাইল অনুষ্ঠানে দারস পেশ করছেন প্রধান অতিথি। ছবি : মুনা কিয়ামুল লাইল অনুষ্ঠানে দারস পেশ করছেন প্রধান অতিথি। ছবি : মুনা

মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (মুনা) ব্রুকলিন ওয়েস্ট ও সাউথ চ্যাপ্টারের উদ্যোগে ঐতিহ‍্যবাহী ব্রুকলিন ইসলামিক সেন্টারে গত ২০ মার্চ বৃহস্পতিবার রাত ১১:৩০ থেকে সাহরি পর্যন্ত কিয়ামুল লাইল তথা রাত্রি জাগরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

মুনা ব্রুকলিন ওয়েস্ট চ্যাপ্টার প্রেসিডেন্ট মুজিবুর রহমান (রিপন) -এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রোগ্রামটি পরিচালনা করেন ব্রুকলিন সাউথ চ্যাপ্টার এডুকেশন ডিরেক্টর যাকারীয়া ভূঁইয়া।

অতিথিবৃন্দের বিষয়ভিত্তিক আলোচনা

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে মহাগ্রন্থ আল-কুরআন থেকে দারস পেশ করেন মুনা ন্যাশনাল মজলিশে শুরা সদস্য বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আবূসামীহা সিরাজুল ইসলাম। সুরা আজ-জারিয়াতের ১৫-২৩ নং আয়াতের আলোচ্য বিষয় নিয়ে প্রদত্ত দারসে তিনি তাকওয়া ভিত্তিক জীবন ও আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার সাথে সম্পর্ক বৃদ্ধির উপায় নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।

প্রোগ্রামে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদের ।

বিপুলসংখ্যক মুসল্লির অংশগ্রহণে ও আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত কিয়ামুল লাইল অনুষ্ঠানটি শেষ রাতে সম্মিলিত সাহরি গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়।

 

 

জাকির হোসাইন (সজল)
ব্রুকলিন ওয়েস্ট চ্যাপ্টার মিডিয়া ডিরেক্টর, নিউ ইয়র্ক

 



আপনার মূল্যবান মতামত দিন: