অনুষ্ঠান শেষে এক ফ্রেমে সবাই। ছবি : মুনা
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা মুনা প্রসপেক্ট পার্ক সাব-চ্যাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হলো হিউজ কমিউনিটি ইফতার পার্টি। তিন শাতাধিক কমিউনিটি সিটিজেনের অংশগ্রহণে ইফতার মাহফিলটি গত ১৬ মার্চ রবিবার স্থানীয় আইসিপিসি ইউনিস প্রসপেক্ট পার্ক মসজিদে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন নিউ জার্সি অ্যাসেম্বলিম্যান আলা আবদেল আজিজ, প্যাটারসনের মেয়র আন্দ্রে সায়েগ এবং অন্যান্য সিটি কাউন্সিলের কর্মকর্তাবৃন্দ।

অতিথিগণ তাদের বক্তব্যে ইফতার পার্টি আয়োজকদের ধন্যবাদ জানান এবং অংশগ্রহণকারী কমিউনিটি পিপল ও চিলড্রেনদের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
আকবর উদ্দিন
ইস্ট জোন
কমিউনিটি, মিডিয়া অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট
এই বিভাগের অন্যান্য খবর
আপনার মূল্যবান মতামত দিন: