
গত ১৪ মার্চ, শুক্রবার সন্ধ্যায়, হ্যালেডন, ওয়েন, প্যাটারসন এবং প্রসপেক্ট পার্ক কমিউনিটির উদীয়মান তরুণদের এক মিলন মেলা বসে আইসিপিসি মসজিদ ইউনিসে মুনা ইয়ুথ প্রসপেক্ট পার্ক আয়োজিত গ্র্যান্ড ইয়ুথ ইফতার প্রোগ্রামে।
পারস্পরিক ভ্রাতৃত্ববোধ শক্তিশালী করণ, পরকালীন মুক্তি অর্জন এবং সবার মাঝে পবিত্র রমাদানের শিক্ষাকে ছড়িয়ে দেয়ার এই সম্মিলিত প্লাটফর্মে স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ১২০ জনের অধিক তরুণ।
ব্রাদার শাকিল চৌধুরীর নির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালন করেন ব্রাদার সালমান চৌধুরী। সাব-চ্যাপ্টার টিমের একদল চৌকস সদস্য নেপথ্যে থেকে আয়োজনটিকে সফল ও প্রাণবন্ত করতে সহায়তা করে।
মুনা ন্যাশনাল এডুকেশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আবু সামিহা সিরাজুল ইসলাম অনুষ্ঠানের প্রধান আতিথির বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, ইসলাম কেবল মাহে রমাদানের জন্য নয়, বরং মানুষের সমগ্র জীবনের জন্য একটি প্রতিশ্রুতি। তিনি তরুণদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, রমাদানে গড়ে ওঠা আধ্যাত্মিকতা এবং উন্নত অভ্যাসগুলির চর্চা সারা বছর অব্যাহত রাখা উচিত। তিনি যুবকদের এই পবিত্র মাসের পরেও সালাত আদায়, কুরআন অধ্যয়ন এবং সৎকর্মে অবিচল থাকার আহ্বান জানান।
ইয়ুথ গ্যাদারিংয়ে আরও আলোচনা করেন বিশেষ অতিথি আইসিপিসি মসজিদ ইউনিসের ইমাম শেখ ইসমাইল হামিদি। তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার রহমত পেতে তাওবার গুরুত্ব সম্পর্কে তরুণদের উদ্দেশ্যে হৃদয়গ্রাহী আলোচনা উপস্থাপন করেন।
বিশিষ্ট কমিউনিটি লিডারদের উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও উপভোগ্য করে তোলে। যার মধ্যে রয়েছেন, প্রসপেক্ট পার্কের মেয়র এবং নিউ জার্সির মার্কিন প্রতিনিধি পরিষদের প্রাক্তন ডেমোক্র্যাটিক প্রার্থী মোহাম্মদ খায়রুল্লাহ। প্রসপেক্ট পার্কের কমিশনার নিয়াজ নাদিম এবং মুনা ইস্ট জোন ভাইস প্রেসিডেন্ট এবং মসজিদ আদম বিওটি সভাপতি ফারুক আহমেদ।
প্রত্যেকেই তাদের বক্তব্যে ইসলামী জীবনাচরণ পালনে তরুণদের ব্যাপকভাবে উৎসাহিতকরেন।
ইনস্পাইরেশানল লেকচার, কুরআন তিলাওয়াত, ইন্টারেক্টিভ ইসলামিক কুইজ কম্পিটিশান ও পুরস্কার বিতরণের আকর্ষনীয় সেগমেন্ট দিয়ে সাজানো অনুষ্ঠানটি একটি হৃদয়গ্রাহী দু'আ পর্বের মাধ্যমে শেষ হয়।
পরিশেষে তরুণরা একসাথে ও পারিবারিক পরিবেশে ইফতার গ্রহণ করে, যা একটি কমিউনিটি হিসেবে তাদের বন্ধনকে আরও শক্তিশালী করবে। অনুষ্ঠান শেষে আয়োজক মুনা ইয়ুথ প্রসপেক্ট পার্ক অংশগ্রণকারী এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মসজিদে যুব সম্পৃক্ততা বৃদ্ধি এবং ইসলামী মূল্যবোধ প্রচারে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
গ্র্যান্ড ইয়ুথ ইফতারে অংশগ্রহণকারীরাও আয়োজকদের প্রতি তাদের সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করে।
আকবর উদ্দিন
ইস্ট জোন
কমিউনিটি, মিডিয়া অ্যান্ড কালচারাল ডিপার্টমেন্ট
আপনার মূল্যবান মতামত দিন: